সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৯ জুন, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

মামলার ঘটনার বিষয়ে ‘জানেন না’ মোশাররফ, আনিসুল বলেন, ‘এ কথা বলে লাভ নেই’

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন (সামনে) ও আনিসুল হককে (পেছনে) হাজতখানা থেকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ
ছবি: আসাদুজ্জামান

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের কাঠগড়ায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তোলার পর তাঁর দুই হাত পেছনে নিয়ে পরানো হাতকড়া খুলে দেয় পুলিশ। তাঁর বাঁ হাতে পরানো ছিল হাতকড়া। তখন সকাল ১০টা ৩ মিনিট। বিচারক এজলাসে আসেননি। বিস্তারিত পড়ুন...

সিলেটে প্রকাশ্যেই পাথর লুট, নেপথ্যে বিএনপি নেতারা, প্রশাসন নির্বিকার

এখন বড় পাথর প্রায় নেই বললেই চলে। দিন ও রাতের আঁধারে কয়েক হাজার মানুষ এসব পাথর তুলে নিয়ে যাচ্ছে। সম্প্রতি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায়

একসময় যত দূর চোখ যেত, পাথর আর পাথর দেখা যেত। এখন সেখানে ছোট-বড় অসংখ্য গর্ত আর ধু ধু চর। বছরের পর বছর ধরে লুটতরাজের কারণে পাথরসাম্রাজ্য সিলেটের কোয়ারি ও নদ-নদীগুলো এখন প্রায় পাথরশূন্য। বিশেষ করে গত ১০ মাস প্রকাশ্যেই লুট হয়েছে। এর নেপথ্যে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা রয়েছেন। বিস্তারিত পড়ুন...

বিকাশে এখন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের গ্রাহকের ডিজিটাল ঋণের সীমা আরও বাড়িয়েছে বেসরকারি খাতের দি সিটি ব্যাংক। বর্তমানে বিকাশের গ্রাহকেরা ঋণমানের ভিত্তিতে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। এই সীমা বাড়িয়ে এখন ৫০ হাজার টাকা করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

মধ্যপ্রাচ্যে কি আরেক মিত্রকে হারাতে যাচ্ছে রাশিয়া

চলতি বছরের শুরুর দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর করেন। তবে সেটি কোনো সামরিক জোট নয়

ভ্লাদিমির পুতিন ও মাসুদ পেজেশকিয়ান যে রুশ-ইরান কৌশলগত অংশীদারত্ব চুক্তিতে চলতি বছরের শুরুতে স্বাক্ষর করেছেন, সেটি কোনো সামরিক জোট নয়। এ চুক্তির আওতায় তেহরানের প্রতিরক্ষায় আসতে মস্কো বাধ্য নয়। যদিও সে সময় বিষয়টি নিয়ে মস্কো আলোচনা করেছিল। বিস্তারিত পড়ুন...

ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়েও মুশফিক দেখালেন শেষ নন তিনি

ডাবল সেঞ্চুরি না পাওয়ার বেদনা নিয়ে ফিরেছেন মুশফিকুর রহিম

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ দল খেলবে আর দুটি টেস্ট। কলম্বোয় চলতি শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ২৫ জুন। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। ‘সব ঠিক থাকলে’ বলতে যদি মুশফিক নিজে এই ম্যাচগুলোতে খেলার মতো অবস্থায় থাকেন এবং কোনো দৈবদুর্বিপাকে পড়ে এই তিন টেস্টের কোনোটি বাতিল না হয়ে যায়। বিস্তারিত পড়ুন...