Thank you for trying Sticky AMP!!

অনুমোদনহীন কুরিয়ার সেবা ব্যবহার না করার নির্দেশ

অনুমোদনহীন মেইলিং অপারেটর ও কুরিয়ার সেবা ব্যবহার না করার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে নথিপত্র বিতরণ ও গ্রহণের ক্ষেত্রে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এখন কুরিয়ার সেবা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করে সেবা নিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ গতকাল মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে।

কুরিয়ার সার্ভিসের ব্যবসা করতে হলে মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান লাইসেন্সিং কর্তৃপক্ষ থেকে লাইসেন্স বা নিবন্ধন নিতে হয়। এখন পর্যন্ত লাইসেন্স নিয়েছে ৭২টি প্রতিষ্ঠান। তবে এই ব্যবসা করছে আরও অনেক বেশি প্রতিষ্ঠান।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস বিধিমালা অনুযায়ী লাইসেন্সবিহীন মেইলিং অপারেটর ও কুরিয়ার সেবার মাধ্যমে ডাক দ্রব্য গ্রহণ, পরিবহন ও বিলি বিতরণ বেআইনি ও সম্পূর্ণভাবে বিধিবহির্ভূত। এ জন্য লাইসেন্সবিহীন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক দ্রব্যাদি আদান-প্রদানে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।