বাণিজ্য সংবাদ

আশকোনায় ডেইলি শপিংয়ের নতুন আউটলেট

নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি পণ্য বিক্রির জন্য রাজধানীর দক্ষিণখানের আশকোনায় নতুন আউটলেট চালু করেছে রিটেইল চেইনশপ ডেইলি শপিং। সম্প্রতি আশকোনার হজ ক্যাম্প রোডে এর উদ্বোধন করেন প্রাণ-আরএফএল গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেড মার্কেটিংয়ের প্রধান খান সালেহ্ মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেইলি শপিংয়ের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, সাইট অ্যাকুইজিশন ম্যানেজার জহিরুল ইসলাম, অপারেশন ম্যানেজার সাইদুর রহমান ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মিরাজ সরকার প্রমুখ। চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেট্রিজ পণ্য, শিশুখাদ্য, বেভারেজ, প্লাস্টিক পণ্যসহ নানা পণ্য পাওয়া যাবে এ চেইনশপে। রাজধানীর মধ্য বাড্ডা, বনশ্রী, নিকুঞ্জ, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, শংকর, ধানমন্ডি, বাসাবো, খিলগাঁও ও মধুবাগে ডেইলি শপিংয়ের ৩০টি আউটলেট চালু রয়েছে। বিজ্ঞপ্তি।