Thank you for trying Sticky AMP!!

ঘরে উঠছে বোরো

খুলনায় খেতজুড়ে পাকা বোরো ধান। কৃষকের মুখে হাসি। অনেক দিনের পরিশ্রমের ফল এই সোনালি ফসল। ভালোয় ভালোয় পাকা ধান ঘরে তুলতে পারলেই হলো। কারণ বৈশাখ, যেকোনো সময় শুরু হয় কালবৈশাখী। তাই ধান কাটা ও মাড়াইয়ে মন দিয়েছেন কৃষকেরা। মাঠেই চলছে মাড়াই ও ঝাড়ার কাজ। ছবিগুলো গত শুক্রবার খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা এলাকা থেকে ক্যামেরাবন্দী করা।

প্রখর রোদের মধ্যে পাকা ধান কাটছেন কৃষক।
কেটে রাখা ধান ভিজে গেছে রাতের বৃষ্টিতে। মাঠ থেকে সেই ধান তুলছেন কৃষকেরা।
মাথায় ধানের আঁটি নিয়ে খেত থেকে ফিরছেন এক কৃষক।
বৃষ্টি থেকে বাঁচাতে ধানের গাদা ঢেকে দেওয়া হচ্ছে পলিথিন দিয়ে।
বৈদ্যুতিক মেশিনে চলছে ধান মাড়াইয়ের কাজ।
ধান মাড়াইয়ের পর তা পাটের বস্তায় ভরা হচ্ছে।