Thank you for trying Sticky AMP!!

ফাঁকি দিতে গিয়ে জরিমানা ৮৮ লাখ টাকা

প্রায় ৪২ লাখ টাকা শুল্ক ফাঁকি দিতে চেয়েছিল আমদানিকারক কিন্তু কাস্টমস কর্মকর্তাদের হাতে ধরা পড়ায় শুল্ক–কর দিতে হয়েছে পুরোটাই। আর ফাঁকি দেওয়ার চেষ্টার জন্য জরিমানা ও অর্থদণ্ড গুনতে হয়েছে আরও ৮৮ লাখ টাকা। চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা আজ রোববার এ তথ্য জানিয়েছেন।

কাস্টমস কর্মকর্তারা জানান, ঢাকার বংশালের আমদানিকারক প্রতিষ্ঠান এনবি ট্রেডিং হাউস চীন থেকে ক্যালসিয়াম কার্বনেট নামে একধরনের রাসায়নিক আমদানি করে। পণ্যটির শুল্ক–কর ছিল ৬ লাখ ৮২ হাজার টাকা। তবে চালানটি নিয়ে সন্দেহ হয় কর্মকর্তাদের। পরীক্ষার সিদ্ধান্ত নেন তাঁরা। পাঁচ কনটেইনারের চালান খোলা হলে তাঁদের সন্দেহ সত্য প্রমাণিত হয়। কর্মকর্তারা দেখেন, আমদানিকারক শুল্ক ফাঁকি দেওয়ার জন্য ক্যালসিয়াম কার্বনেটের নামে গ্লুকোজ আমদানি করেছেন।

কাস্টমসের উপকমিশনার মো. শরফুদ্দিন মিঞা জানান, এই চালানে পাওয়া ১২০ টন গ্লুকোজের শুল্ক–কর প্রায় ৪২ লাখ টাকা। ফাঁকি দেওয়ায় শুল্ক–কর আদায় করা হয়েছে আবার জরিমানাও করা হয়েছে। সব মিলিয়ে আমদানিকারকের কাছ থেকে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা ঘোষণার অতিরিক্ত আদায় করা হয়েছে।