Thank you for trying Sticky AMP!!

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আইটি ফেস্টিভ্যাল শুরু

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রেজেন্টস ফার্স্ট আইএআইটি ন্যাশনাল আইটি ফেস্টিভ্যাল শুরু হয়েছে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল প্রাঙ্গণে। ছবি: সংগৃহীত

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক প্রেজেন্টস ফার্স্ট আইএআইটি ন্যাশনাল আইটি ফেস্টিভ্যাল ২০১৯। দেড় শতাধিক স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে গতকাল শনিবার সকালে আকর্ষণীয় আইটি ফেস্টিভ্যালের শুভ উদ্বোধন করা হয়।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুব উন্নয়ন কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান।

২৭-২৯ এপ্রিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রেজেন্টস ফার্স্ট আইএআইটি ন্যাশনাল আইটি ফেস্টিভ্যালে রোবট প্রদর্শনী এবং ড্রোন প্রদর্শনীর মতো আকর্ষণীয় বিষয়ের পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্পের প্রদর্শনী করবে। শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞানবিষয়ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য, সব শাখার সহকারী প্রধান শিক্ষকেরাসহ সব শিক্ষক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।