
‘চেহারা যেন দুশ্চিন্তার কারণ না হয়ে আত্মবিশ্বাসের উৎস হয়’, এই আহ্বান জানিয়ে ইউনিলিভারের পারসোনাল কেয়ার ব্র্যান্ড ডাভ চতুর্থবারের মতো বাংলাদেশে উদযাপন করেছে ডাভ ডে। বাহ্যিক সৌন্দর্য নিয়ে নারীদের ইতিবাচক মনোভাব পোষণের লক্ষ্যে সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের মোট ১৯টি স্কুলে প্রায় সাড়ে তিন হাজার ছাত্রী অংশগ্রহণ করে সেলফ এস্টিম ওয়ার্কশপে। ইউনিলিভার প্রায় ১০০ কর্মকর্তা এই ওয়ার্কশপ সেশন পরিচালনা করেন।
আলোচকেরা আশপাশের কৃত্রিমভাবে উপস্থাপিত সৌন্দর্য দেখে নারীদের অযথা হীনম্মন্যতায় না ভোগার আহ্বান জানান। ছবি, ভিডিওর মাধ্যমে তাঁরা কৃত্রিমভাবে উপস্থাপিত সৌন্দর্যের বিষয়টি ছাত্রীদের সামনে তুলে ধরেন এবং নিজের সৌন্দর্য নিয়ে নেতিবাচক চিন্তা করার পরিবর্তে আত্মবিশ্বাসী হতে অনুপ্রাণিত করেন। শিক্ষার্থীরা এ ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করে এবং মতপ্রকাশ করে। শেষে এ অবস্থা পরিবর্তনের শপথ নেয় এবং ‘ডাভ ডে ওয়াল’-এ নিজেদের পছন্দের দিকটি লিখে প্রকাশ করে ছাত্রীরা।
গত বছর বিশ্বের ১৪ দেশে ডাভ পরিচালিত এক গবেষণায় দেখা যায়, নিজের সৌন্দর্য নিয়ে খুশি না থাকার কারণে প্রতি ১০ জনের মধ্যে ৮ জন নারী পরিবার ও বন্ধুদের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ কাজে যোগ দেওয়া এবং ঘরের বাইরের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ এড়িয়ে চলেন। বাহ্যিক সৌন্দর্য নিয়ে কিশোরীদের মধ্যে থাকা এই ধারণার পরিবর্তন আনতে বাংলাদেশে ২০১৪ সাল থেকে কাজ করছে ডাভ।