Thank you for trying Sticky AMP!!

মেঘনা গ্রুপ পেঁয়াজ আনছে ধাপে ধাপে

পেঁয়াজের প্রথম চালান আজ শুক্রবার টার্কিশ এয়ারলাইনসে ঢাকায় এসে পৌঁছাবে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এই পেঁয়াজ আমদানি করছে।

আরও কয়েকটি উড়োজাহাজে মেঘনা গ্রুপের পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে।

মেঘনা গ্রুপের প্রায় ১২ থেকে ১৫ হাজার মেট্রিকটন পেঁয়াজ সমুদ্রপথে জাহাজে করে ১ ডিসেম্বর থেকে চট্টগ্রাম বন্দরে আসা শুরু হবে। পরে ট্রেডিং

করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) হস্তান্তর করা হবে।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল আশাপ্রকাশ করে বলেন, এভাবে পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে
জনমনে স্বস্তি ফিরে আসবে।

লবণ নিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা বন্ধ করতে মেঘনা গ্রুপ সরকারের সব স্তরের প্রশাসন, অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সহযোগিতা করছে। ভোক্তা সাধারণের আস্থায় মেঘনা গ্রুপের ফ্রেশ ও নাম্বার ওয়ান ব্র্যান্ড ভালোবাসা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে।