Thank you for trying Sticky AMP!!

রেড জোনে সাড়ে ১২টা, অন্যত্র ২টা পর্যন্ত ব্যাংক লেনদেন

প্রতীকী ছবি

করোনা সংক্রমনের প্রকোপ বাড়তে থাকায় ব্যাংক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন সারা দেশে ব্যাংকগুলোতে সর্বোচ্চ ২টা পর্যন্ত লেনদেন চলবে। আর ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। কাল মঙ্গলবার থেকেই নতুন সময়সূচি কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংক আজ সোমবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, সরকার ঘোষিত রেড জোনে সাধারণত বন্ধ থাকবে। অন্য কোনো সিদ্ধান্ত থাকলে সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন চলবে এবং দেড়টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। তবে মতিঝিল, দিলকুশা, আগ্রাবাদ ও খাতুনগঞ্জ রেড জোনের আওতাভুক্ত হলেও ২টা পর্যন্ত লেনদেন এবং ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে। আর গ্রিন বা ইয়েলো জোনে লেনদেন চলবে ২টা পর্যন্ত এবং খোলা থাকবে ৪টা পর্যন্ত।

সাধারণ সময়ে ব্যাংক লেনদেন চলে বিকেল ৪টা পর্যন্ত এবং খোলা থাকে ৬টা পর্যন্ত।