Thank you for trying Sticky AMP!!

সোনা বৈধ করতে কর ১ হাজার

সোনা বৈধ করতে কর ১ হাজার টাকা ধার্য করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল মঙ্গলবার এনবিআরের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতি ভরি সোনা ও সোনার অলংকারে ১ হাজার টাকা, হীরায় ৬ হাজার টাকা ও রুপায় ৫০ টাকা আয়কর দিতে হবে।

সংস্থাটি আরও জানিয়েছে, স্বর্ণ নীতিমালা অনুযায়ী অনুমোদিত ডিলার, ব্যবসায়ীর অঘোষিত ও মজুত করা এবং ঘোষিত সোনা, হীরা ও রুপার ওপর আয়কর কমানো হয়েছে। অবশ্য সরকারের ঘোষিত ছাড় পেতে হলে শর্ত মানতে হবে। শর্তগুলো হলো ব্যবসায়ীকে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিতে হবে এবং রিটার্ন দাখিল করতে হবে। ৩০ জুনের মধ্যে অঘোষিত ও মজুত করা সোনা, রুপা ও হিরা সম্পর্ক ঘোষণা দিয়ে কর দিতে হবে।

সোনা, রুপা ও হিরা ব্যবসায়ীদের আয়করের পরিমাণ কমানো দেওয়া এ প্রজ্ঞাপন ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।