কেএফসির ২৮তম শাখা চালু

ট্রান্সকম ফুডস এবং কেএফসি উত্তরা ৬ নম্বর আউটলেটের কর্মীদের সৌজন্যে সুবিধাবঞ্চিত শিশুদের কেএফসির খাবার পরিবেশন করা হয়
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরে কেএফসির ২৮তম শাখা চালু হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশে ট্রান্সকম ফুডস লিমিটেড ৫০তম আউটলেট চালুর মাইলফলক ছুঁয়েছে। ২১ নভেম্বর কেএফসির নতুন এই শাখা উদ্বোধন করে ট্রান্সকম ফুডস লিমিটেড। ট্রান্সকম ফুডস লিমিটেডের যাত্রা শুরু হয় ২০০৩ সালে।

এ উপলক্ষে সেদিন ট্রান্সকম ফুডস এবং কেএফসি উত্তরা ৬ নম্বর আউটলেটের কর্মীদের সৌজন্যে সুবিধাবঞ্চিত শিশুদের কেএফসির খাবার পরিবেশন করা হয়।

ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা বলেন, ‘বাংলাদেশে এই দীর্ঘ যাত্রায় আমাদের খাবার এবং পরিষেবা দিয়ে লাখ লাখ লোকের মুখে হাসি ফোটাতে পেরেছি। এই সুযোগ তৈরি করে দেওয়ায় গ্রাহক ও কর্মীদের ধন্যবাদ দিতে চাই। আপনাদের হাত ধরেই ট্রান্সকম ফুডসের ৫০তম এবং কেএফসির ২৮তম আউটলেট চালুর এই মাইলফলক অর্জন সম্ভব হয়েছে। এ পথচলায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

বড় পরিসরে উন্নত পরিষেবা নিয়ে উত্তরার ৬ নম্বর সেক্টরে কেএফসির এই আউটলেট চালু করা হয়েছে। কেএফসি অ্যাপ চালু হওয়ার কারণে অর্ডার করার প্রক্রিয়াটি অনেক সহজ হয়েছে। এখন প্রচলিত ডাইন-ইন ছাড়া কেএফসির ওয়েবসাইটের মাধ্যমে ডেলিভারি ও সরাসরি কল করেও খাবারের অর্ডার করা যাচ্ছে।