Thank you for trying Sticky AMP!!

তুহিন রেজাকে কেন্দ্রীয় ব্যাংকের আবারও ‘না’

তুহিন রেজা

দুই দফায় নাকচ করার পর তৃতীয় দফায়ও তুহিন রেজাকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) করার অনুমতি চেয়েছিল আর্থিক প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্স। প্রতিষ্ঠানটির এ আবেদন কেন্দ্রীয় ব্যাংক তৃতীয়বারের মতো নাকচ করে দিয়েছে। নানা সমস্যায় থাকা এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বারবার তুহিন রেজাকে এমডি করার এ চেষ্টা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় ব্যাংক।

ফার্স্ট ফাইন্যান্সের চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আগের দুটি চিঠির দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে, এমডি হিসেবে তুহিন রেজার নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনা করে আবারও নাকচ করা হলো। দ্রুত প্রতিষ্ঠানটিতে এমডি নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, তাঁর বিরুদ্ধে দুদকের তদন্ত চলমান রয়েছে। এ ছাড়া আরও বেশ কিছু অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমন একজন ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের এমডি হতে পারেন না। এ জন্য বারবার তাঁর নিয়োগের আবেদন নাকচ করা হচ্ছে।