Thank you for trying Sticky AMP!!

বন্যা ঠেকাতে ১৬ কোটি ডলার দেবে এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ঢাকা

বন্যা প্রতিরোধ ও তীর সংরক্ষণে ১৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমান বাজারদরে যার পরিমাণ ১ হাজার ৩০০ কোটি টাকা। এ ছাড়া উদ্ভাবনী ও সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডস ১ কোটি ৭৮ লাখ ডলার অনুদান দেবে। টাকার অঙ্কে যার পরিমাণ দেড় শ কোটি ডলার। এডিবি এই অনুদানের বিষয়টি দেখভাল করবে।

আজ মঙ্গলবার এডিবির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এ–সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং চুক্তিতে সই করেন। ইআরডি সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যানি ভন লিউওয়ানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, নদীর তীর সংরক্ষণ প্রকল্পে ১৫ হাজার ৪০০ একর জমি রক্ষা করা হবে। এতে নদীভাঙন থেকে রক্ষা পাবে প্রায় পাঁচ লাখ মানুষ। এ ছাড়া চর উন্নয়নের মাধ্যমে প্রায় আট হাজার একর জমি পুনরুদ্ধার করা হবে।

এ বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বলেন, জলবায়ু সহনশীল ও সবুজ প্রবৃদ্ধির জন্য এডিবি প্রতিশ্রুতিবদ্ধ। কারণ, এতে দারিদ্র্য বিমোচন হয়। জীবনযাত্রার মান উন্নত হয়।