বেসরকারি খাতের স্থানীয় মিডল্যান্ড ব্যাংক পিএলসি ‘ভিসা ডাইরেক্ট ফর অ্যাকাউন্ট’ সেবা চালু করবে। এ ব্যাপারে তারা ডিজিটাল পেমেন্ট খাতের বৈশ্বিক প্রতিষ্ঠান ভিসার সঙ্গে সম্প্রতি একটি চুক্তি করেছে।
মিডল্যান্ড ব্যাংক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, চুক্তিটির ফলে ভিসা ডাইরেক্ট ফর অ্যাকাউন্টের মাধ্যমে দেশে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভ্রমণ ও অন্যান্য অনুমোদিত খাতে অর্থ প্রেরণ সেবা আরও সহজ ও দ্রুত হবে। প্রচলিত পদ্ধতির তুলনায় এই সেবায় প্রক্রিয়াকরণে সময় বেশ কম লাগবে। ভিসার বৈদেশিক মুদ্রা লেনদেনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মিডল্যান্ড ব্যাংক গ্রাহকসেবা সম্প্রসারণের এমন উদ্যোগ নিয়েছে। এ ব্যাংক আর্থিক খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিসা ডাইরেক্ট ফর অ্যাকাউন্ট সেবা চালু করা তথা ভিসার সঙ্গে এই অংশীদারত্ব ব্যাংকের পেমেন্ট সলিউশনকে যেমন আরও সমৃদ্ধ করবে, তেমনি বাজারে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আহসান-উজ-জামান, হেড অব কার্ডস আবেদ-উর-রহমান, আন্তর্জাতিক বিভাগের এসএভিপি কাজী কামাল হোসেন ও জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশেদুল আনোয়ার এবং ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ; ভিসা বাংলাদেশের পরিচালক আশীষ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
মিডল্যান্ড ব্যাংকের এমডি মো. আহসান-উজ-জামান বলেন, ‘ডিজিটাল পেমেন্ট খাতে বিশ্বসেরা প্রতিষ্ঠান ভিসার অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। সেবাটি চালুর মাধ্যমে আমরা গ্রাহকদের আরও দক্ষ ও উদ্ভাবনী পেমেন্ট সলিউশন প্রদান করতে পারব, যা আর্থিক অন্তর্ভুক্তি ও সুবিধা বাড়ানোর ব্যাপারে আমাদের যে লক্ষ্য রয়েছে সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’
ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, ‘ভিসার পক্ষ থেকে নিরাপদে বৈশ্বিক পর্যায়ে অর্থ স্থানান্তর নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’