Thank you for trying Sticky AMP!!

ওয়ালটন টিভির নতুন বাজার গ্রিস

গ্রিক ব্যবসায়িক পার্টনার জর্জিওস টিজিয়ালাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক রাইসা সিগমা হিমা

ইউরোপে টেলিভিশনের রপ্তানি বাজার সম্প্রসারণে সাফল্যর দেখাচ্ছে দেশের ইলেকট্রনিক জায়ান্ট ওয়ালটন। পশ্চিম ও মধ্য ইউরোপের পর সম্প্রতি গ্রিসের মাধ্যমে দক্ষিণ ও পূর্ব ইউরোপে টিভি রপ্তানি শুরু করেছে ওয়ালটন।

এই উপলক্ষে সম্প্রতি রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ‘গ্রিসে রপ্তানি বাজার সম্প্রসারণ’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রিসে টিভি রপ্তানির প্রথম শিপমেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক রাইসা সিগমা হিমা, ওয়ালটনের গ্রিক ব্যবসায়িক পার্টনার জর্জিওস টিজিয়ালাস, ওয়ালটন ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, ওয়ালটন টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তফা নাহিদ হোসেন এবং ওয়ালটনের ইউরোপিয়ান বিজনেস হেড তাওসীফ আল মাহমুদ।

ওয়ালটনের গ্রিক ব্যবসায়িক পার্টনার জর্জিওস টিজিয়ালাস বলেন, ওয়ালটনের অত্যাধুনিক টেলিভিশন উৎপাদন ব্যবস্থা দেখে আমি সত্যিই খুব বিমোহিত। কঠোর গুণগত মান নিয়ন্ত্রণে তাদের প্রচেষ্টা অতুলনীয় ও প্রশংসনীয়।

ওয়ালটনের ইউরোপিয়ান বিজনেস হেড তাওসীফ আল মাহমুদ বলেন, বলকান অঞ্চলের বৃহৎতম অর্থনীতির দেশ গ্রিসে টিভি রপ্তানির মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশগুলোতে ওয়ালটনের ব্যবসা সম্প্রসারনের সুযোগ সৃষ্টি হল। তিনি জানান, নভেম্বরে ‘থ্যাংকস গিভিং ডে বা ব্ল্যাক ফ্রাইডে’ এবং ‘ক্রিসমাস সেলস’কে লক্ষ্য করে গ্রিসে বাংলাদেশ থেকে বিভিন্ন মডেলের টেলিভিশন রপ্তানির প্রথম পর্বের শিপমেন্ট আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে।

ওয়ালটন টিভির সিইও মোস্তফা নাহিদ হোসেন বলেন, বিশ্ব বাজারে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণে কাজ করছি। যার ধারাবাহিকতায় করোনার মধ্যেও আন্তর্জাতিক বাজারে গত বছরের তুলনায় ওয়ালটন টিভির বিক্রি বেড়েছে ১০ গুণ।

ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম বলেন, ওয়ালটন টিভি আন্তর্জাতিক বাজারের যেকোনো দেশের স্থানীয় চাহিদা মেটাতে সক্ষম। ইউরোপ অঞ্চলে ওয়ালটনের রপ্তানি বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এর ফলে বিশ্ববাজারে বাংলাদেশি ইলেকট্রনিকসের নতুন নতুন রপ্তানি বাজার সৃষ্টির মাধ্যমে ব্যবসায়ের পরিধিও বৃদ্ধি পাবে। বিজ্ঞপ্তি