ইয়ামাহার আয়োজনে ব্র্যান্ডটক ৬.০ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। একই অনুষ্ঠানে বিজনেস ব্রিলিয়াঞ্জ ম্যাগাজিনের সপ্তম সংস্করণ উন্মুক্ত করা হয়। এ আয়োজনে সহযোগী হিসেবে ছিল আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিন ও স্বপ্ন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল অ্যানেক্স কমিউনিকেশনস। সম্প্রতি রাজধানী ঢাকার গুলশানে রেনেসাঁ ঢাকা হোটেলে
ইয়ামাহার আয়োজনে ব্র্যান্ডটক ৬.০ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। একই অনুষ্ঠানে বিজনেস ব্রিলিয়াঞ্জ ম্যাগাজিনের সপ্তম সংস্করণ উন্মুক্ত করা হয়। এ আয়োজনে সহযোগী হিসেবে ছিল আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিন ও স্বপ্ন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল অ্যানেক্স কমিউনিকেশনস। সম্প্রতি রাজধানী ঢাকার গুলশানে রেনেসাঁ ঢাকা হোটেলে

ঢাকায় ইয়ামাহা ব্র্যান্ডটক ৬.০ অনুষ্ঠিত

রাজধানী ঢাকায় ইয়ামাহার আয়োজনে ব্র্যান্ডটক ৬.০ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের ১৫টি ভিন্ন ভিন্ন অধিবেশনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ১৫ জন শীর্ষস্থানীয় পেশাজীবী অংশ নেন। গত শুক্রবার গুলশানে রেনেসাঁ হোটেলের বলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাণিজ্যবিষয়ক একটি ম্যাগাজিনের সপ্তম সংস্করণও প্রকাশ করা হয়।

এ আয়োজনে সহযোগী হিসেবে ছিল আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিন ও স্বপ্ন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল অ্যানেক্স কমিউনিকেশনস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ওয়ার্ল্ড মার্কেটিং কাউন্সিলের প্রেসিডেন্ট সাইদ ফারহাদ আনোয়ার। অনুষ্ঠানে বিভিন্ন খাতে কর্মরত পেশাজীবীরা তাঁদের অভিজ্ঞতা, সম্ভাবনা, ভবিষ্যৎ প্রযুক্তি ও কর্মপরিকল্পনা এবং বিদ্যমান চ্যালেঞ্জ ও তার সমাধান নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা মুহাম্মদ ইলিয়াস, এসএমসি এন্টারপ্রাইজের এমডি সাইদ নাসির, বাংলাদেশ ফাইন্যান্সের এমডি ও সিইও মো. কায়সার হামিদ, ডেক্কো ফুডসের প্রধান পরিচালন কর্মকর্তা এ কে এম জাবেদ, আকিজ ইনসাফ গ্রুপের নির্বাহী পরিচালক অনুপ কুমার সাহা, হামদর্দ ল্যাবরেটরি বাংলাদেশের উপপরিচালক (মার্কেটিং) আবুল তালমুর চৌধুরী ও মিলভিক বাংলাদেশের কান্ট্রি লিড শেহরিন কামাল।