সৈয়দ মঈনুদ্দীন
সৈয়দ মঈনুদ্দীন

ডিবিএইচ ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান সৈয়দ মঈনউদ্দীন আহমেদ

আবাসন খাতে ঋণ সুবিধাদাতা প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান হয়েছেন সৈয়দ মঈনউদ্দীন আহমেদ।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার আগে গত বছরের মে মাস থেকে তিনি প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ছিলেন। গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের মনোনীত পরিচালক হিসেবে তিনি ডিবিএইচের পর্ষদে দায়িত্ব পালন করছেন। এর বাইরে তিনি গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে রয়েছেন। মঈনউদ্দীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং ও ফাইন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফাইন্যান্স ২০২৪ সালে কর-পরবর্তী মুনাফা করেছে প্রায় ১০১ কোটি টাকা। ডিবিএইচ ফাইন্যান্স একসময় ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন হিসেবে পরিচিত ছিল। দেশের প্রথম ও বৃহত্তম বিশেষায়িত হাউজিং ফাইন্যান্স প্রতিষ্ঠান এটি।

১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর ডিবিএইচ ২৮ বছর ধরে দেশে ৬০ হাজারের বেশি পরিবারকে গৃহঋণ দিয়েছে। ডিবিএইচ বর্তমানে দেশের সব বিভাগীয় শহরসহ ১৬টি শাখার মাধ্যমে গৃহঋণ, ইসলামিক হাউজিং ফাইন্যান্স, সাশ্রয়ী আবাসন ঋণ ও আমানত সেবা দিচ্ছে।