
আহমেদ আমিন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হেরিয়া গ্লোবাল ফুডস লিমিটেড সম্প্রতি রাজধানীর গুলশানে ‘রাইটসাইড’ নামে একটি উদ্ভিদভিত্তিক ফাস্ট ফুড রেস্টুরেন্ট চালু করেছে। সেই সঙ্গে চিনির বিকল্প পণ্য ‘সুগালোজ’ ও ‘ট্যাপট্যাপ’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এ উপলক্ষে মালয়েশিয়ার বেসফুড এসডিএন বিডি এবং আমাজন ডাইনার্স (এম) এসডিএন বিডির সঙ্গে হেরিয়া গ্লোবাল ফুডস লিমিটেডের দুটি চুক্তি হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে মালয়েশিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি হাজওয়ান হাসনোল; বারডেম হাসপাতালের পুষ্টিবিদ কামরুন নাহার; আহমেদ আমিন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট রুহুল আমিন, বাদরুল আমিন, খায়রুল আমিন; পরিচালক আহমেদ আরফিন আমিন ও আহমেদ মর্তুজা আমিন; মালয়েশিয়ান অংশীদারদের পক্ষে বেসফুড এসডিএন বিডির সিইও টম হিউ ও পরিচালক সাথিয়া সিলান এবং আমাজন ডাইনার্স (এম) এসডিএন বিডির পরিচালক নেসামালার সাটকুনাসিঙ্গাম ও অংশীদার সুরেশরাজ বাসুদেবান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন স্বাস্থ্যকর জীবনধারা ও খাদ্য উদ্ভাবনে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাংলাদেশের স্বাস্থ্যসচেতন ও উদ্ভিদভিত্তিক খাদ্য সমাধানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা হিসেবে বিবেচিত হবে; যা বেসফুড ও অ্যামাজন ডাইনার্সের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।