
ইউনিলিভার বাংলাদেশ ও বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) যৌথ উদ্যোগে সম্প্রতি রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ‘ইনোভেশন ফর প্লাস্টিক সার্কুলারিটি’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
‘ইনোভেশন অ্যান্ড ইনস্পিরেশন ইন প্যাকেজিং ফর হলিস্টিক প্লাস্টিক সার্কুলারিটি’—এ বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিলিভারের হেড অব প্যাকেজিং এক্সিলেন্স অ্যান্ড টেকনোলজি কলিন কার। তিনি বিশ্বজুড়ে ইউনিলিভারের পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে ব্যবহৃত উদ্ভাবনী প্রযুক্তির বিস্তারিত ব্যাখ্যা দেন।
এ সেমিনারে দুটি প্যানেল আলোচনাও আয়োজন করা হয়। প্রথমটির শিরোনাম ছিল ‘ইম্পর্টেন্স অব ইনোভেটিভ ডিজাইন ফর প্লাস্টিক সার্কুলারিটি’। এটি পরিচালনা করেন জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা বাংলাদেশের (ইউএনআইডিও) প্রতিনিধি জাকি উজ জামান। এই প্যানেলের সদস্যরা ছিলেন ইউবিএলের সাপ্লাই চেইনের পরিচালক রুহুল কুদ্দুস খান, বেঙ্গল গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা আমির দাউদ, প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিকসের পরিচালক আনিসুর রহমান, আকিজ-বশির গ্রুপের পরিচালক (অপারেশন) এম হোসেন ইরাজ ও প্রাণ-আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
দ্বিতীয় প্যানেল আলোচনার শিরোনাম ছিল ‘ইম্পর্টেন্স অব ইনোভেনশন ইন কালেকশন অ্যান্ড রিসাইক্লিং ফর প্লাস্টিক সার্কুলারিটি’। এটি পরিচালনা করেন ইউবিএলের করপোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপ অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর শামিমা আক্তার। এ প্যানেলে আরও ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ও ফ্যাকাল্টি ডিন ইজাজ হোসেন, ইউনিলিভারের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ইস্যুস ম্যাট ডেমোরাইস, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, বিপিজিএমইএর সহসভাপতি কে এম ইকবাল হোসেন ও আরএফএল গ্রুপের নির্বাহী পরিচালক মো. কামরুল হাসান।
সেমিনারের প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী মো. আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা খানম, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সহসভাপতি মো. আমিন হেলালী। সেমিনার চলাকালীন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ‘ইনোভেটিভ ম্যাটেরিয়াল অ্যান্ড প্যাকেজিং’ শীর্ষক একটি প্রদর্শনীর উদ্বোধন করেন, যেখানে ইউবিএল ও দেশীয় প্রতিষ্ঠানগুলোর প্লাস্টিক পণ্য, প্যাকেজিং উৎপাদন ও পুনর্চক্রায়নের ক্ষেত্রে বিভিন্ন উদ্ভাবনী পদ্ধতি দেখানো হয়েছে।