Thank you for trying Sticky AMP!!

দ্বিতীয় সেরা ফার্নিচার প্রস্তুতকারক নাদিয়া

পুরস্কার গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক এ করিম মজুমদার


শেষ হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসর। মেলার শুরু থেকেই ক্রেতা-দর্শনার্থী ও ফার্নিচারপ্রেমীদের দৃষ্টি কেড়েছিল নাদিয়া ফার্নিচারের নান্দনিক প্যাভিলিয়ন। মেলা উপলক্ষে ১০০টির বেশি নতুন ও বিশ্বমানের পণ্য শোভা পেয়েছিল নাদিয়ার প্যাভিলিয়নে। অফিস ফার্নিচার থেকে শুরু করে ছিল বেডরুম, লিভিং ও ডাইনিং রুমসহ বাসাবাড়ির বিভিন্ন আসবাবের সমাহার।

নাদিয়া ফার্নিচারের যাত্রা শুরু ১৯৯১ সালে। তিন দশক পেরিয়ে ইতিমধ্যে ক্রেতাদের আস্থা ও নির্ভরতার নাম হয়ে উঠেছে ফার্নিচার ব্র্যান্ডটি। ফলে বাণিজ্য মেলায়ও ছিল ক্রেতাদের ভালো সাড়া। মিলেছে দ্বিতীয় সেরা ফার্নিচার প্রস্তুতকারকের পুরস্কার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আহমেদ বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।

নাদিয়া ফার্নিচারের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এ করিম মজুমদার। তিনি বলেন, ‘বাণিজ্য মেলায় দ্বিতীয় সেরা ফার্নিচার প্রস্তুতকারক নির্বাচিত হওয়ায় নাদিয়া ফার্নিচারের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। ক্রেতাদের আস্থায় দুর্বার গতিতে এগিয়ে চলেছে নাদিয়া ফার্নিচার লিমিটেড। সেরাদের সেরা হওয়ার এই অগ্রযাত্রায় গ্রাহকের ভালোবাসাই আমাদের মূল শক্তি।’

উল্লেখ্য, বর্তমানে দেশের চাহিদা পূরণ করে ভারতেও রপ্তানি হচ্ছে নাদিয়া ফার্নিচার। ভবিষ্যতে নেপাল, ভুটানসহ দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশে নাদিয়ার ফার্নিচার রপ্তানির পরিকল্পনা চলছে। নাদিয়া ফার্নিচার তৈরিতে ব্যবহৃত হয় বিশ্বমানের কাঠ ও উপকরণ। যার বেশির ভাগই আমদানি করা হয় ইন্দোনেশিয়া, চীনসহ বিভিন্ন দেশ থেকে। সব ধরনের ক্রেতার চাহিদাকে প্রাধান্য দিয়ে নাদিয়ার ফার্নিচার ডিজাইন করে থাকেন একদল মেধাবী আর্কিটেক্ট। গ্রাহকদের জন্য নাদিয়া ফার্নিচারের পণ্যে দুই ধরনের বিক্রয়োত্তর সেবার ব্যবস্থা রয়েছে। সঠিক সময়ে পণ্য নিশ্চিতকরণসহ নিকটস্থ শোরুম থেকে গ্রাহকদের ঠিকানায় পণ্য পৌঁছে দেওয়া হয়। ক্রেতারা চাইলে অনলাইনেও নাদিয়া ফার্নিচারের পণ্য পছন্দ ও অর্ডার করতে পারেন। স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে ক্রেতাদের জন্য রয়েছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ইএমআই সুবিধা।