
সিএমএসএমই খাতের টেকসই উন্নয়নের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতকরণের লক্ষ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সম্প্রতি পরামর্শক প্রতিষ্ঠান আরএসএ অ্যাডভাইজরি লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে। খবর বিজ্ঞপ্তি।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং আরএসএ অ্যাডভাইজরি লিমিটেডের চেয়ারম্যান কে মাহমুদ সাত্তার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় আরএসএ অ্যাডভাইজরির সিনিয়র কনসালট্যান্ট ও ব্র্যাক ব্যাংকের সাবেক এমডি সেলিম আর এফ হোসেন এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত এমডি কে এম আওলাদ হোসেন; ডিএমডি মো. রফিকুল ইসলাম ও কোম্পানি সচিব মো. হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।