জনতা ব্যাংকের ১৮তম এজিএম অনুষ্ঠিত

রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত রোববার রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস, ব্যাংকের পরিচালক বদরে মুনির ফেরদৌস, মো. আব্দুস সবুর, আব্দুল মজিদ শেখ, এ কে এম খবির উদ্দিন চৌধুরী, আব্দুল আউয়াল সরকার, মো. শাহাদাৎ হোসেন, মো. আহসান কবীর, মো. কাউসার আলম, মো. ওবায়দুল হক, ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জনতা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, গত বছর শেষে ব্যাংকের মোট আমানত দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৮১০ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৯৫ দশমিক ৪৯ শতাংশ। আর সম্পদমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ১৩৭ কোটি টাকায়।