রিজভান হাসান
রিজভান হাসান

রিভার্স রিসোর্সেসের বাংলাদেশের কান্ট্রি লিড হলেন রিজভান হাসান

তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান রিভার্স রিসোর্সেসের বাংলাদেশ কান্ট্রি লিড হয়েছেন রিজভান হাসান। সম্প্রতি তাঁকে এ পদে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। ফ্যাশনবিষয়ক মাসিক ম্যাগাজিন টেক্সটাইল টুডে এ তথ্য জানিয়েছে।

বিশ্বব্যাপী তৈরি পোশাক ও বস্ত্র খাতে ঘূর্ণায়মান অর্থনীতি (সার্কুলার ইকোনমি) প্রতিষ্ঠায় কাজ করে রিভার্স রিসোর্সেস। প্রতিষ্ঠানটি মূলত বর্জ্য ব্যবস্থাপনা, ট্রেসেবিলিটি ও পুনর্ব্যবহারযোগ্য উৎস খুঁজে বের করার ডিজিটাল সমাধান দেয়। এর মাধ্যমে পোশাক খাতে কাঁচামালের অপচয় কমানো ও টেকসই উৎপাদন নিশ্চিত করা সম্ভব হয়।

টেক্সটাইল টুডে জানায়, দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে পোশাক খাতে কাজের অভিজ্ঞতা রয়েছে রিজভানের। সরবরাহ শৃঙ্খলা, টেকসই সোর্সিং এবং ব্র্যান্ড ও কারখানার পারস্পরিক সহযোগিতার ওপর কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ তৈরি পোশাক উৎপাদনকারী দেশ। নতুন নিয়োগের ফলে বাংলাদেশে রিভার্স রিসোর্সেসের টেকসই কার্যক্রমকে আরও গতিশীল করতে রিজভান হাসান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

২০১২ সালে ইকোটেক্স ও ইপিলিয়ন গ্রুপে কাজের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন রিজভান হাসান। সেখানে তিনি পণ্যের উন্নয়ন, অর্ডার ব্যবস্থাপনা ও বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের কাজ করতেন। পরবর্তীকালে তিনি নেক্সট সোর্সিং ও অরিজিনাল মেরিনসের মতো আন্তর্জাতিক রিটেইল ব্র্যান্ডের সঙ্গে কাজ করেন।

রিজভান হাসান প্রাইম এশিয়া ইউনিভার্সিটি থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স) থেকে টেক্সটাইল ম্যানেজমেন্ট ও বিজনেস স্টাডিজে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে গার্মেন্ট বিজনেসে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেছেন।