
কিস্তিতে পণ্য ক্রয়ে ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ আর্থিক সহায়তা কার্যক্রম শুরু করল ওয়ালটন প্লাজা। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ক্রেতা বা পরিবারের কোনো সদস্য দুর্ঘটনার শিকার হলে বাকি কিস্তিগুলো পরিশোধ করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়ে। তাদের জন্য ওয়ালটন প্লাজা এমন উদ্যোগ নিয়েছে। এ কার্যক্রমের নাম দেওয়া হয়েছে কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি।
এর আগে গ্রাহকদের জন্য কিস্তিতে (ইনস্টলমেন্ট) পণ্য কেনার ব্যবস্থা চালু করে ওয়ালটন প্লাজা। একবারে সম্পূর্ণ মূল্য পরিশোধ করে প্রয়োজনীয় পণ্যটি যাঁরা কিনতে পারেন না, তাঁদের জন্য কিস্তিতে পণ্য ক্রয়ের সুযোগ জনপ্রিয় হয়েছে। এবার এর সঙ্গে কিস্তির ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি সুবিধা চালু করল ওয়ালটন প্লাজা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির আওতায় যেকোনো ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয়কারীদের কিস্তি সুরক্ষা কার্ড দেওয়া হবে।
সুরক্ষা কার্ডে ক্রেতা, ক্রয়কৃত পণ্য ও কিস্তি–সংক্রান্ত যাবতীয় তথ্য থাকবে। কিস্তি চলমান থাকা অবস্থায় ক্রেতার মৃত্যু হলে পণ্যমূল্যের ভিত্তিতে ৫০ হাজার থেকে ৩ লাখ এবং তার পরিবারের কোনো সদস্য মারা গেলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত দেবে ওয়ালটন প্লাজা। উল্লেখ্য, মৃত্যুর সময় সংশ্লিষ্ট পণ্যের অনাদায়ি কিস্তির টাকা সমন্বয়ের পর অবশিষ্ট টাকা ক্রেতা বা তার পরিবার বা নমিনি কিংবা উত্তরাধিকারীকে প্রদান করা হবে।
কিস্তি ক্রেতা যদি অবিবাহিত হন, তবে তাঁর মা–বাবা পরিবারের সদস্য হিসেবে বিবেচিত হবেন। আর ক্রেতা যদি বিবাহিত হন, তবে তাঁর স্বামী বা স্ত্রী ও সন্তানেরা পরিবারের সদস্য হিসেবে এ সুবিধার আওতায় আসবেন।
এর পাশাপাশি সারা দেশে ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা সপ্তাহ’ পালন করছে ওয়ালটন প্লাজা। সুরক্ষা সপ্তাহ চলাকালে ৫ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য কিনলেই গ্রাহকেরা ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র আওতায় আসার পাশাপাশি বিনা মূল্যে আকর্ষণীয় পণ্য পাবেন।
একই সঙ্গে ক্রেতা-ব্যবসায়ীদের সব ধরনের তথ্য ও সেবা প্রদানের জন্য প্লাজাভিত্তিক ওয়ানস্টপ বা এক দরজায় সেবা চালু করেছে ওয়ালটন। এর আওতায় যেকোনো স্থানে বসে ২৪ ঘণ্টার মধ্যে ওয়ালটন প্লাজা থেকে ক্রেতা-ব্যবসায়ীদের সেবা দেওয়া হবে।