এনআরবি ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল আহমেদের সভাপতিত্বে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত এ সভায় স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারা সশরীর বা অনলাইন প্ল্যাটফর্মে অংশ নেন
এনআরবি ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল আহমেদের সভাপতিত্বে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত এ সভায় স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারা সশরীর বা অনলাইন প্ল্যাটফর্মে অংশ নেন

এনআরবি ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা

এনআরবি ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও চলতি ২০২৫ সালের জন্য বহিঃনিরীক্ষক ও করপোরেট গভর্ন্যান্স নিরীক্ষক নিয়োগ ও তাঁদের সম্মানী অনুমোদন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনআরবি ব্যাংক এ তথ্য জানিয়েছে।

ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল আহমেদের সভাপতিত্বে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত এ সভায় স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারগণ সশরীর বা অনলাইন প্ল্যাটফর্মে অংশ নেন।

সভায় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান এ কে এম মিজানুর রহমান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম; স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম ও এস কে মতিউর রহমান; ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)
তারেক রিয়াজ খান; এনআরবি ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান এম বদিউজ্জামান এবং কোম্পানি সচিব মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।