শাহ্ সিমেন্টের ওয়াটার শিল্ড
স্থাপনার সুরক্ষা ও স্থায়িত্বের জন্য শাহ্ সিমেন্ট নিয়ে এসেছে ওয়াটার শিল্ড। এর বিশেষ হাইড্রোফোবিক উপাদান প্লাস্টার বা কংক্রিটের প্রতিটি স্তরে প্রতিরোধী ঢাল তৈরি করে, যা পানির অনুপ্রবেশ প্রতিরোধ করে। অ্যাকুয়া সিল প্রযুক্তিসমৃদ্ধ শাহ্ সিমেন্ট ওয়াটার শিল্ড স্থাপনাকে ভেতরের ড্যাম্প, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে রাখে সুরক্ষিত।
অ্যাকুয়া পেইন্টসের ‘কালার-সেন্স’ ফ্রি সার্ভিস
ঘরের জন্য সঠিক রং বাছাই এখন আর গ্রাহকের চিন্তা নয়। প্রথমবারের মতো অ্যাকুয়া পেইন্টস চালু করেছে ‘কালার-সেন্স’ স্মার্ট কালার কনসালট্যান্সি সার্ভিস। যাতে গ্রাহকেরা ঘরে বসেই সঠিক রঙের পরামর্শ পাবেন। গ্রাহক ঘরের কোথায় রং করতে চান, ঘরের ছবি, সেখানকার আলো কেমন, কোন ধরনের স্টাইলে ঘর সাজাতে চান ইত্যাদি প্রশ্নের উত্তর মুঠোফোন বা কম্পিউটারের মাধ্যমে ফরম সাবমিট করবেন। এরপর, অ্যাকুয়া পেইন্টস বিনা খরচে ওই গ্রাহকের পছন্দ অনুযায়ী তাঁর ঘরের জন্য সঠিক রঙের নমুনা ছবিসহ গ্রাহকের ই–মেইলে পাঠিয়ে দেবে। অ্যাকোয়া পেইন্টসের এই প্রযুক্তি ব্যবহারে গ্রাহকের স্বপ্নের ঘর সাজানোর সিদ্ধান্ত এখন আরও সহজ ও নির্ভরযোগ্য।
শেল্টেকের নতুন প্রকল্প
শেল্টেক্ (প্রা.) লিমিটেড সম্প্রতি বসুন্ধরা ও জলসিঁড়ি আবাসনে সাতটি আধুনিক আবাসিক প্রকল্পের কাজ শুরু করেছে। প্রতিটি প্রকল্পে রয়েছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৮০০ বর্গফুটের অ্যাপার্টমেন্ট, নান্দনিক নকশা ও আধুনিক জীবনধারার প্রতিফলন। প্রকল্পগুলোতে রয়েছে তিন থেকে চারটি বেডরুম, রিসেপশন, কমিউনিটি স্পেস, বাচ্চাদের খেলার জায়গা, ছাদবাগানসহ আধুনিক সব সুযোগ-সুবিধা। আইএসও ৯০০১: ২০১৫ সনদপ্রাপ্ত শেল্টেক্ ৯৯.৩ শতাংশ সময়মতো হস্তান্তরের ধারাবাহিকতা ও টেকসই উন্নয়নের প্রতিশ্রুতিতে গড়ে তুলছে ভবিষ্যতের নির্ভরতার ঠিকানা। বিস্তারিত