জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবন
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবন

১৮৭৪ কোটি টাকার কর ফাঁকির সন্ধান পেয়েছে আয়কর গোয়েন্দা ইউনিট

প্রতিষ্ঠার পর থেকে গত ৭ মাসে প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকার কর ফাঁকির তথ্য উদ্‌ঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। আয়করসংক্রান্ত গোয়েন্দা কার্যক্রম ও তদন্ত পরিচালনার জন্য গত ডিসেম্বর মাসে এনবিআরের ইউনিটটি প্রতিষ্ঠা করা হয়।

আজ সোমবার এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ মাসে গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে ১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর ফাঁকির প্রাথমিক তদন্তে ১ হাজার ৮৭৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির বিষয় উদ্‌ঘাটন করেছে সংস্থাটি। ৬৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ইতিমধ্যে ২৩১টি এ-চালানের মাধ্যমে ১১৭ কোটি ৪৩ লাখ টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুনির্দিষ্ট কর ফাঁকির তথ্য পাওয়ায় এ পর্যন্ত শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের রাজস্ব খাতে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যাত্রা নৈতিক, প্রযুক্তিগত ও আইনগত দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইতিমধ্যে অর্জিত সফলতা প্রমাণ করে যে এই ইউনিটের কার্যক্রম শুধু রাজস্ব পুনরুদ্ধার নয়, করদাতাদের আইন প্রতিপালন বৃদ্ধি ও কর সংস্কৃতি বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।

গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও শুল্ক–কর ফাঁকি উদ্‌ঘাটনের জন্য আয়করের পাশাপাশি ভ্যাট ও শুল্ক বিভাগে আলাদা ইউনিট আছে। এ ছাড়া কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) নামে আলাদা স্বতন্ত্র ইউনিটও আছে এনবিআরে।