জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের স্থানীয় অধ্যায় জেসিআই ঢাকা প্রেস্টিজের নতুন সভাপতি হয়েছেন কাজী শাহ মুজাক্কের আহমাদুল হক ইসমাম। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সংগঠনটির নতুন এই নেতৃত্ব নির্বাচিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নেতৃত্বের অধীন জেসিআই ঢাকা প্রেস্টিজ তরুণদের ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং সামাজিক প্রভাব সৃষ্টি—এই তিন মূল লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাবে।
সভাপতি ছাড়াও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নির্বাহী সহসভাপতি হয়েছেন সাইয়েদ সাহিব আহমেদ। আর সহসভাপতি হয়েছেন ফাহাদ আল ইসলাম। পরিচালক নির্বাচিত হয়েছেন শাহ রাফায়েত চৌধুরী, আরবাব মুসা, আবু বকর, রাহাদ আবেদিন, জামিউল ইসলাম বিশ্বাস ও মোহাম্মদ ইমাম হোসাইন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ, উপদেষ্টা তাহসিন শেজান আজিম, ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ এবং সদ্য সাবেক সভাপতি মারুফ মুস্তাকিম মাহির।
নবনির্বাচিত সভাপতি কাজী শাহ মুজাক্কের বলেন, ‘আমরা সবাই মিলে একটি মূল্যভিত্তিক, উদ্ভাবনী ও সমাজমুখী নেতৃত্ব গঠনের জন্য কাজ করব।’
জেসিআই ঢাকা প্রেস্টিজ হলো ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের জন্য গঠিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম জেসিআইয়ের একটি গতিশীল স্থানীয় অধ্যায়। বাংলাদেশে তরুণদের নেতৃত্ব বিকাশ, সমাজের উন্নয়ন এবং দায়িত্বশীল নাগরিকত্ব গঠনের লক্ষ্যে কাজ করে সংগঠনটি।