Thank you for trying Sticky AMP!!

সম্মাননা গ্রহণ করছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান

টানা আটবার সেরা করদাতার স্বীকৃতি পেল প্রথম আলো

টানা অষ্টমবারের মতো সেরা করদাতার সম্মাননা পেল মিডিয়াস্টার লিমিটেড। এ বছরও ‘প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া’ শ্রেণিতে সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হয়েছে ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেড। মিডিয়াস্টার লিমিটেড থেকে দৈনিক প্রথম আলো প্রকাশিত হয়।  মিডিয়াস্টারের পক্ষে আজ বুধবার এ সম্মাননা গ্রহণ করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। ২০১৬ সাল থেকে টানা এ সম্মাননা পেয়ে আসছে মিডিয়াস্টার।

এ ছাড়া টানা পঞ্চমবারের মতো এ বছরও সেরা করদাতার সম্মাননা পেয়েছেন দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান। তিনি ‘মহিলা’ শ্রেণিতে সেরা পাঁচ করদাতার একজন। এর বাইরে সাংবাদিক শ্রেণিতে সেরা করদাতা হিসেবে টানা অষ্টমবারের মতো সম্মাননা নিলেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম ও বাংলা দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

তাঁদের তিনজনকেই গতকাল কর কার্ড ও সম্মাননা সনদ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এই সম্মাননা সনদ ও কর কার্ড তুলে দেন। অনুষ্ঠানে শাহনাজ রহমানের পক্ষে কর কার্ড ও সম্মাননা সনদ নেন ট্রান্সকম লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন। শাহনাজ রহমান ২০১৯ সাল থেকে টানা পাঁচবার এ সম্মাননা পেয়েছেন। এর আগে ২০১৬ ও ২০১৭ সালেও তিনি দুবার এ সম্মাননা পান। সব মিলিয়ে সাতবার তিনি এ সম্মাননা পেয়েছেন। তিনি এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) একজন করদাতা।

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে সেরা করদাতাদের কর কার্ড ও সম্মাননা দেওয়া শুরু করেছে এনবিআর।

এদিকে মহিলা শ্রেণিতে এ বছর সেরা করদাতার তালিকায় ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান ছাড়া আরও রয়েছেন ঢাকার করদাতা আনোয়ারা হোসেন, রাজশাহীর নিলুফার ফেরদৌস, ঢাকার কর অঞ্চল-৫-এর মিতুলী মাহবুব এবং ঢাকা কর অঞ্চল-১০-এর শায়লা আফ্রিন খন্দকার।

সম্মাননা গ্রহণ করছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম

অন্যদিকে সাংবাদিক শ্রেণিতে এ বছর সেরা করদাতা হয়েছেন মোট পাঁচজন সাংবাদিক। মাহ্‌ফুজ আনাম ও মতিউর রহমান ছাড়া অন্য তিনজন হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা ও একই টেলিভিশনের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীর সম্পাদক মোহাম্মদ আবদুল মালেক।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া শ্রেণিতে সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠানের তালিকায় ট্রান্সকম গ্রুপের মিডিয়াস্টার লিমিটেড ছাড়া আরও তিনটি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে দ্বিতীয় সেরা করদাতার তালিকায় রয়েছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। তৃতীয় স্থানে আছে সময় মিডিয়া লিমিটেড। চতুর্থ স্থানে রয়েছে টাইমস মিডিয়া লিমিটেড। টাইমস মিডিয়া থেকে বাংলা দৈনিক সমকাল প্রকাশিত হয়।

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী, ২০২২-২৩ কর বছরের জন্য সাংবাদিকসহ সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে এনবিআর। এর মধ্যে ব্যক্তিশ্রেণিতে রয়েছেন ৭৬ জন করদাতা, বাকিগুলো প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ, প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক, জ্বালানি, পাটশিল্প, স্পিনিং ও টেক্সটাইল, ওষুধ ও রসায়ন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, আবাসন, তৈরি পোশাক, চামড়াশিল্প ও অন্যান্য খাত।

এর আগে ২০১৭ সালে এনবিআরের পক্ষ থেকে দীর্ঘ সময় ধরে কর দিচ্ছে, এমন ৮৪টি পরিবারকে ‘কর বাহাদুর’ পরিবারের সম্মাননা দেওয়া হয়। তখন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত লতিফুর রহমান ও তাঁর পরিবার এই ‘কর বাহাদুর’ পরিবারের সম্মাননা পেয়েছিল।