কুঁড়ার তেল
কুঁড়ার তেল

এক কোটি লিটার রাইস ব্রান তেল কিনছে সরকার

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সাশ্রয়ী দামে বিক্রি করার জন্য প্রতি লিটার ১৬১ টাকা দরে পরিশোধিত রাইস ব্রান বা কুঁড়ার তেল কেনা হচ্ছে। এ দফায় স্থানীয় চার প্রতিষ্ঠান থেকে কেনা হবে ১ কোটি ১০ লাখ লিটার তেল। এই তেল কিনতে মোট ব্যয় হবে ১৭৭ কোটি টাকা।

আজ মঙ্গলবার সরকারি ক্রয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে উন্মুক্ত দর পদ্ধতিতে ডাকা এ তেল কেনার প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এ তেল বিক্রি করা হবে। এ জন্য উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। এতে ৪টি দরপ্রস্তাব জমা পড়ে। প্রতিটি দরপ্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপন্সিভ হয়।

জানা গেছে, মজুমদার প্রোডাক্ট লিমিটেড ৫০ লাখ লিটার, তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ২০ লাখ লিটার, প্রধান অয়েল মিলস ২০ লাখ লিটার এবং গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ ২০ লাখ লিটার রাইস ব্রান বা কুঁড়ার তেল সরবরাহ করবে।