Thank you for trying Sticky AMP!!

সোনার ভরি আবার লাখ টাকার নিচে নেমেছে

সোনার বার

দেশের বাজারে সোনার দাম কমেছে। গত আগস্টে সোনার দাম ভরিপ্রতি লাখ টাকা ছাড়িয়েছিল। প্রায় এক মাস পরে তা আবার লাখ টাকার নিচে নামল। ফলে নতুন দামে ভালো মানের অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ৯৯ হাজার ৯৬০ টাকায়। আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার এ তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে পাকা সোনার দাম কমেছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সমিতি।

গত ২১ জুলাই দেশের ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম এক লাখ টাকা ছাড়িয়ে যায়। তখন প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৭৭৭ টাকা। এরপর ১৭ আগস্ট তা কমে হয় ৯৯ হাজার ২৭ টাকা। এরপর ২৪ আগস্ট দাম আবার বৃদ্ধি পেয়ে ১ লাখ ১ হাজার ২৪৪ টাকা ভরি হয়।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) তথ্য অনুযায়ী, আগামীকাল থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ২৮৪ টাকা কমবে। এতে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ৯৯ হাজার ৯৬০ টাকা।

এ ছাড়া হলমার্ক করা প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ৯৫ হাজার ৪১২ টাকা, ১৮ ক্যারেট ৮১ হাজার ৭৬৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৬৮ হাজার ১১৮ টাকায় বিক্রি হবে। এর মধ্যে ২১ ক্যারেটে সোনার প্রতি ভরিতে ১ হাজার ২২৪ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৪৯ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৯৩৩ টাকা দাম কমেছে।

আজ পর্যন্ত হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ১ হাজার ২৪৪ টাকা, ২১ ক্যারেট ৯৬ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেট ৮২ হাজার ৮১৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৬৯ হাজার ৫১ টাকায় বিক্রি হয়েছে।

অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত থাকছে। হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম এখন ১ হাজার ৭১৫ টাকা।