
আজ মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস। শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। কয়েক দিন ধরেই ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন ৭০০ কোটি টাকার ওপর। গতকাল তা ৮০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। আজ অবশ্য লেনদেন আবার ৭০০ কোটির ঘরে নেমে এসেছে। আজ লেনদেন হয়েছে ৭২২ দশমিক ২৯ কোটি টাকার শেয়ার। আজ দিন শেষে ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী।
আজ দাম বেড়েছে ১৭৩টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১৫১টি কোম্পানির শেয়ারের। সেই সঙ্গে অপরিবর্তিত আছে ৬৯টি কোম্পানির শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যানুসারে, আজ ঢাকার শেয়ারবাজারে মূল্যবৃদ্ধির শীর্ষে আছে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো।
আজ মূল্যবৃদ্ধির শীর্ষে আছে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৬০ শতাংশ বা ১ দশমিক ২০ টাকা। গতকাল সোমবার এই কোম্পানির শেয়ারের দাম ছিল ১২ দশমিক ৫ টাকা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ১৩ দশমিক ৭ টাকা। কোম্পানিটি ২০২৪ ও ২০২৩ সালে যথাক্রমে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে আরএকে সিরামিক। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৫৬ শতাংশ বা ২ টাকা। গতকাল এই কোম্পানির শেয়ারের দাম ছিল ২০ দশমিক ৯ টাকা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ২২ দশমিক ৯ টাকা। কোম্পানিটি ২০২৪ ও ২০২৩ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ তৃতীয় স্থানে থাকা হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের শেয়ারের দাম বেড়েছে ৮ দশমিক ৭৫ শতাংশ বা ২৪ দশমিক ৩ টাকা। গতকাল দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ২৪৩ দশমিক ৪০ টাকা। আজ দাম বেড়ে হয়েছে ২৬৪ দশমিক ৭০ টাকা। কোম্পানিটি ২০২৪ সালে ও ২০২৩ সালে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ চতুর্থ স্থানে আছে গ্রামীণ ওয়ান। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৭ দশমিক শূন্য ৬৯ শতাংশ বা ১ টাকা। গতকাল দিন শেষে এই কোম্পানির শেয়ারের দাম ছিল ১৩ টাকা। আজ দাম বেড়ে হয়েছে ১৪ টাকা। কোম্পানিটি ২০২৪ ও ২০২৩ সালে ৬ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ পঞ্চম স্থানে থাকা লিন্ডে বাংলাদেশের শেয়ারের দাম বেড়েছে ৭ দশমিক ১৮ শতাংশ বা ৬৬ দশমিক ৬০ টাকা। গতকাল দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৯২৭ দশমিক ৩ টাকা। আজ দাম বেড়ে হয়েছে ৯৯৩ দশমিক ৯০ টাকা। কোম্পানিটি ২০২৪ সালে ৪ হাজার ৫০০ শতাংশ ও ২০২৩ সালে ১ হাজার ৫৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।