
আজ মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস। শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। কয়েক দিন ধরেই ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন ৭০০ কোটি টাকার ওপর। গতকাল সোমবার তা ৮০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। আজ অবশ্য লেনদেন আবার ৭০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। আজ লেনদেন হয়েছে ৭২২ দশমিক ২৯ কোটি টাকার শেয়ারের। আজ দিন শেষে ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী।
আজ দাম বেড়েছে ১৭৩টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১৫১টি কোম্পানির শেয়ারের। সেই সঙ্গে অপরিবর্তিত আছে ৬৯টি কোম্পানির শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুসারে, আজ ঢাকার শেয়ারবাজারে মূল্যহ্রাসের শীর্ষে আছে রেনউইক যজ্ঞেশ্বর।
মূল্যহ্রাসের দিক থেকে আজ প্রথম স্থানে আছে রেনউইক যজ্ঞেশ্বর। আজ এ কোম্পানির শেয়ারের দাম কমেছে ৫ দশমিক ৪৮ শতাংশ বা ৪০ দশমিক ২ টাকা। গতকাল দিন শেষে এর দাম ছিল ৭৩৩ দশমিক ২০ টাকা। আজ দাম কমে হয়েছে ৬৯৩ টাকা। কোম্পানিটি ২০১৮ ও ২০১৭ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুসারে, মূল্যহ্রাসের দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে দেশ জেনারেল ইনস্যুরেন্স। আজ এই কোম্পানির শেয়ারের দাম কমেছে ৫ দশমিক ২০ শতাংশ বা ১ দশমিক ৩ টাকা। আজ এই শেয়ারের দাম হয়েছে ২৩ দশমিক ৭ টাকা। গতকাল দিন শেষে এর দাম ছিল ২৫ টাকা। কোম্পানিটি ২০২৩ ও ২০২২ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
মূল্যহ্রাসের দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস বা পিএলএফএসএল। আজ এই কোম্পানির শেয়ারের দাম কমেছে ৫ শতাংশ বা ১০ পয়সা। গতকাল দিন শেষে এই শেয়ারের দাম ছিল ২ টাকা। আজ দিন শেষে দাম কমে হয়েছে ১ দশমিক ৯ টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০২৪ ও ২০২৩ সালে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
চতুর্থ স্থানে আছে সোনার বাংলা ইনস্যুরেন্স। আজ এই কোম্পানির শেয়ারের দাম কমেছে ৪ দশমিক ৯৮ শতাংশ বা ১ দশমিক ৩০ টাকা। গতকাল দিন শেষে এই কোম্পানির শেয়ারের দাম ছিল ২৬ দশমিক ১ টাকা। আজ দিন শেষে দাম হয়েছে ২৪ দশমিক ৮ টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০২৩ ও ২০২২ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
পঞ্চম স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের দাম কমেছে ৪ দশমিক ৩৪ শতাংশ বা ২০ পয়সা। গতকাল দিন শেষে এই শেয়ারের দাম ছিল ৪ দশমিক ৬ টাকা। আজ দিন শেষে এর দাম হয়েছে ৪ দশমিক ৪ টাকা। এই কোম্পানি ২০১৯ সালে ২ শতাংশ ও ২০১৪ সালে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।