শেয়ারবাজার
শেয়ারবাজার

৬ মাসে ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা ৩৯ কোটি টাকা

২০২৪–২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে প্রায় ৩৯ কোটি টাকা মুনাফা করেছে আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৯ কোটি টাকা বা ২৮ শতাংশ বেড়েছে।

কোম্পানিটি আজ সোমবার মুনাফা বৃদ্ধির এ তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে। এর আগে গতকাল রোববার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটির গত বছরের জুলাই–ডিসেম্বরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

কোম্পানিটি জানিয়েছে, ২০২৩ সালের জুলাই–ডিসেম্বরে আবাসন খাতের এই কোম্পানির মুনাফা ছিল ৩০ কোটি ৩৩ লাখ টাকা। তা গত বছরের একই সময়ে বেড়ে হয়েছে প্রায় ৩৯ কোটি টাকা। মুনাফা বৃদ্ধি পাওয়ায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএসও বেড়েছে। চলতি অর্থবছরের প্রথমার্ধে কোম্পানিটির ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ১৭ পয়সায়। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ২৫ পয়সা।

অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনের পাশাপাশি ইস্টার্ন হাউজিং গত অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকেরও আর্থিক প্রতিবেদনের তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, গত বছরের শেষ তিন মাসে কোম্পানিটি মুনাফা করেছে প্রায় ২৩ কোটি টাকা। তাতে কোম্পানির ইপিএস বেড়ে দাঁড়ায় ২ টাকা ৪৬ পয়সায়। ২০২৩ সালের শেষ তিন মাসে (অক্টোবর–ডিসেম্বর) কোম্পানিটি মুনাফা করেছিল প্রায় ১৯ কোটি টাকা। তাতে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৭ পয়সা। সেই হিসাবে এক প্রান্তিকের বিবেচনায় এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৪ কোটি টাকা।

এদিকে মুনাফা বৃদ্ধির খবরে শেয়ারবাজারে আজ সোমবার কোম্পানিটির শেয়ারের দামও বেড়েছে। এদিন লেনদেনের প্রথম সোয়া এক ঘণ্টায় ঢাকার বাজারে কোম্পানিটির শেয়ারের দাম ২ টাকা বা প্রায় ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৮ টাকায়। মুনাফার বৃদ্ধির খবরে আজ কোম্পানিটি লেনদেনের তৃতীয় অবস্থানে উঠে এসেছে ডিএসইতে। প্রথম সোয়া এক ঘণ্টায় প্রায় ৪ কোটি টাকা সমমূল্যের সাড়ে ৫ লাখ শেয়ারের হাতবদল হয়েছে।