শেয়ারবাজার
শেয়ারবাজার

খুলেছে শেয়ারবাজার, প্রথম ঘণ্টায় সূচকের পতন

১০ দিন বন্ধ থাকার পর আজ খুলেছে দেশের শেয়ারবাজার। কিন্তু ছুটির পর প্রথম দিনের প্রথম ১ ঘণ্টা ১০ মিনিটে ঢাকার বাজারে প্রধান সূচকের পতন ঘটেছে। এই সময় ডিএসইএক্স সূচকের পতন হয়েছে ৩ দশমিক শূন্য ৬ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য ৬৫ শতাংশ; ডিএসইএস সূচকের পতন হয়েছে ৪ দশমিক ৫৫ পয়েন্ট।

আজ দিনের প্রথম ১ ঘণ্টা ১০ মিনিটে ঢাকার বাজারের তিনটি সূচকের মধ্যে কেবল ডিএস ৩০ সূচকের উত্থান হয়েছে। এ সময় সূচকটির উত্থান হয়েছে ২ দশমিক ৭৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ।

আজ ঢাকার বাজারে লেনদেনের শীর্ষে আছে লাভেলো। দিনের প্রথম ১ ঘণ্টা ১০ মিনিটে কোম্পানিটির ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে আছে ইস্টার্নলুব্রিক্যান্টস; এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৫ কোটি ৬৪ লাখ শেয়ার। তৃতীয় স্থানে আছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ; এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৫৯ লাখ টাকার।

এ সময় মোট ২৭ হাজার ১৯২টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে মোট ৮৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ৭৫টি শেয়ারের; দাম কমেছে ২১২টি শেয়ারের আর অপরিবর্তিত আছে ৭৭টি শেয়ারের।