
আজ মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস। শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। কয়েক দিন ধরেই ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। আজ অবশ্য লেনদেন ৭০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। মোট লেনদেন হয়েছে ৭১৭ দশমিক ৩২ কোটি টাকার বেশি। এদিকে ৭০০ কোটি টাকার অঙ্কের লেনদেন হওয়ার পরও আজ ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকই ছিল নিম্নমুখী।
আজ দাম বেড়েছে ৮২টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ২৫০টি কোম্পানির শেয়ারের। সেই সঙ্গে অপরিবর্তিত আছে ৬৪টি কোম্পানির শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুসারে, আজ ঢাকার শেয়ারবাজারে মূল্য হ্রাসের শীর্ষে আছে বে লিজিং কোম্পানি।
মূল্য হ্রাসের দিক থেকে আজ প্রথম স্থানে আছে বে লিজিং। আজ এ কোম্পানির শেয়ারের দাম কমেছে ১০ শতাংশ বা ৫০ পয়সা। গতকাল দিন শেষে এর দাম ছিল ৫ টাকা। আজ দাম কমে হয়েছে ৪ দশমিক ৫ টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
ডিএসইর ওয়েবসাইটের তথ্যানুসারে, মূল্য হ্রাসের দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে প্রাইম ফাইন্যান্স। আজ এই কোম্পানির শেয়ারের দাম কমেছে ৬ দশমিক ৩৮ শতাংশ বা ৩০ পয়সা। দাম হয়েছে ৪ দশমিক ৪ টাকা। সোমবার দিন শেষে এর দাম ছিল ৪ দশমিক ৭ টাকা। কোম্পানিটি ২০১৯ সালে ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
মূল্য হ্রাসের দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে এক্সপ্রেস ইনস্যুরেন্স। আজ এই কোম্পানির শেয়ারের দাম কমেছে ৫ দশমিক ৯২ শতাংশ বা ২ দশমিক ৮ টাকা। সোমবার দিন শেষে এই শেয়ারের দাম ছিল ৩৭ দশমিক ১ টাকা। আজ দিন শেষে দাম কমে হয়েছে ৩৪ দশমিক ৯ টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০২৪ ও ২০২৩ সালে ৫ ও ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
চতুর্থ স্থানে আছে ইউনিয়ন ক্যাপিটাল কোম্পানি লিমিটেড। আজ এই কোম্পানির শেয়ারের দাম কমেছে ৫ দশমিক ৬৬ শতাংশ বা ৩০ পয়সা। সোমবার দিন শেষে এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৫ দশমিক ৩ টাকা। আজ দিন শেষে দাম হয়েছে ৫ টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১৫ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
পঞ্চম স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের দাম কমেছে ৫ দশমিক ১২ শতাংশ বা ২০ পয়সা। রোববার দিন শেষে এই শেয়ারের দাম ছিল ৩ দশমিক ৯ টাকা। আজ দিন শেষে এর দাম হয়েছে ৩ দশমিক ৭ টাকা। কোম্পানিটি ২০১৬ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।