Thank you for trying Sticky AMP!!

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১০% লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ২০২২ সালের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বুধবার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তা বিনিয়োগকারীদের জানানো হয়েছে।

২০২১ সালেও ব্যাংকটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। সেবার ছিল ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস। আর ২০২২ সালের জন্য ঘোষিত লভ্যাংশের পুরোটাই বোনাস।

লভ্যাংশের পরিমাণ অপরিবর্তিত থাকলেও ২০২১ সালের তুলনায় ২০২২ সালে মুনাফা কমেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। গত বছর ব্যাংকটি মুনাফা করেছে ২৯৪ কোটি টাকা।  

গত বছর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা মুনাফা কমে দাঁড়িয়েছে ২ টাকা ৮১ পয়সা। ২০২১ সালে যার পরিমাণ ছিল ৩ টাকা ২০ পয়সা। লভ্যাংশ ঘোষণার খবরেও ব্যাংকটির শেয়ারের দামে কোনো প্রভাব পড়েনি। কারণ, এটি শেয়ারের দাম ৯ টাকা ৮০ পয়সায় সর্বনিম্ন মূল্যস্তরে আটকে আছে।