শেয়ারবাজার
শেয়ারবাজার

ঢাকার শেয়ারবাজারে আজ সূচকের ওঠানামা, বিমা কোম্পানির মূল্য সংশোধন

ঢাকার শেয়ারবাজারে আজ সকাল থেকে সূচকের কিছুটা ওঠানামা হচ্ছে। গতকাল ঢাকার বাজারের মোট লেনদেনের প্রায় এক-তৃতীয়াংশই ছিল বিমা খাতের কোম্পানিগুলোর, কিন্তু আজ সেগুলোর মূল্য সংশোধন হওয়ার কারণে সূচক তেমন একটা বাড়েনি।

সেই সঙ্গে আজ ঢাকার শেয়ারবাজারে ভালো কোম্পানিগুলোর শেয়ারদরও বাড়েনি। আজ মূল্যবৃদ্ধির দিক থেকে এগিয়ে আছে তথ্য-প্রযুক্তি, খাদ্য ও আনুষঙ্গিক খাত।

আজ দিনের প্রথম দেড় ঘণ্টার লেনদেনের পর ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকের মধ্যে দুটি সূচকের উত্থান হয়েছে, পতন হয়েছে একটির। ডিএসইএক্স সূচকের উত্থান হয়েছে ১ দশমিক ৮ পয়েন্ট, ডিএসইএস সূচকের পতন হয়েছে শূন্য দশমিক ৬৯ পয়েন্ট আর ডিএস ৩০ সূচকের পতন হয়েছে শূন্য দশমিক ৫৪ পয়েন্ট।

লেনদেনের তালিকায় শীর্ষে আছে ইস্টার্ন হাউজিং লিমিটেড, এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৭৯ লাখ টাকার; দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে মেঘনা লাইফ ও জেমিনি সি কোম্পানির; এই কোম্পানি দুটির শেয়ার লেনদেন হয়েছে যথাক্রমে ১১ কোটি ৩২ লাখ ও ১১ কোটি ৩১ লাখ টাকার।

তবে প্রথম ঘণ্টায় দুটি সূচকের আরও উত্থান হয়েছিল, পরে সেগুলো আবার পয়েন্ট হারায়। আজ বিমা কোম্পানির শেয়ারের মূল্য সংশোধন হলেও লেনদেনের তালিকায় শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে পাঁচটি বিমা খাতের।

ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষ ছিল বিমা খাত। গতকাল এ খাতের কোম্পানিগুলোর সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৬৪ কোটি টাকা। লেনদেনের দিক থেকে বিমা খাতের পরের অবস্থানে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাত।

এ খাতের কোম্পানিগুলোর সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৯ কোটি টাকা। সেই হিসাবে বিমা ও খাদ্য খাতের কোম্পানিগুলোর সম্মিলিত লেনদেনের দখলে ছিল ঢাকার বাজারের প্রায় অর্ধেক লেনদেন।