Thank you for trying Sticky AMP!!

দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেন বন্ধ

শেয়ারবাজার

কারিগরি ত্রুটিতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বন্ধ হয়ে গেছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর প্রায় ১ ঘণ্টা পর কারিগরি ত্রুটি দেখা দেয় ডিএসইতে। সকাল ১০টা ৫৮ মিনিটে লেনদেন বন্ধ হয়ে যায়।
ডিএসইর জনসংযোগ বিভাগের কর্মকর্তা শফিকুর রহমান লেনদেন বন্ধের বিষয়টি জানিয়েছেন।

তবে কী ধরনের কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ হয়েছে, সেটি এখনো নিশ্চিত করতে পারেনি ডিএসইর সংশ্লিষ্ট একাধিক সূত্র। আজ বাকি সময়ে আদৌ লেনদেন চালু করা যাবে কি না, সেটিও নিশ্চিত করে বলতে পারছে না কেউ।

শেয়ারবাজারে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন চলে।
ঢাকার শেয়ারবাজারে লেনদেন বন্ধ হয়ে গেলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) স্বাভাবিক লেনদেন অব্যাহত রয়েছে।