Thank you for trying Sticky AMP!!

ঢাকার শেয়ার বাজারে বিমা কোম্পানির মূল্য সংশোধন

শেয়ারবাজার

আজ সপ্তাহের প্রথম দিন রোববারের শুরুতে ঢাকার শেয়ারবাজারে বিমা কোম্পানির শেয়ার মূল্য সংশোধন হয়েছে। তবে অন্যান্য কোম্পানির শেয়ারদর কিছুটা বেড়েছে।
দিনের প্রথম এক ঘণ্টা ৪৫ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তিনটি সূচকের মধ্যে দুটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী। ডিএসইএক্স সূচক বেড়েছে ৪ দশমিক ১৪ পয়েন্ট, ডিএসইএস সূচক বেড়েছে শূন্য দশমিক ৬৩ পয়েন্ট। তবে ডিএস ৩০ সূচক কমেছে শূন্য দশমিক ৭৯ পয়েন্ট।

গত সপ্তাহে টানা কয়েক দিন বিমা কোম্পানির শেয়ারদর বৃদ্ধির পর আজ ডিএসইতে বিমা কোম্পানির শেয়ারের মূল্য সংশোধন হয়েছে। সামগ্রিকভাবে বাজার আজ ওঠানামা করছে।

গত সপ্তাহে বিমা কোম্পানির শেয়ারের দর বৃদ্ধির কারণ সম্পর্কে বাজার সংশ্লিষ্টরা বলেন, তখন বড় মূলধনি বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে আটকে ছিল। ফলে বড় মূলধনি শেয়ারের বিনিয়োগকারীদের আগ্রহ কম। অন্যদিকে বিমা খাতের কোম্পানিগুলো স্বল্প মূলধনি। এ ছাড়া মোটর বিমা বাধ্যতামূলক করাসহ প্রবাসে শ্রমিক পাঠানোর ক্ষেত্রেও বিমা সুবিধা চালু করা হচ্ছে বলে বাজারে খবর ছড়িয়ে পড়েছে। এসব খবরের কারণে গত সপ্তাহে বিমা খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছিল।

আজ দিনের প্রথম এক ঘণ্টা ২৫ মিনিটে ডিএসইতে ৩০৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজারে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশন। দ্বিতীয় স্থানে ছিল অরিয়ন ইনফিউশন লিমিটেড।