Thank you for trying Sticky AMP!!

দেশের জুয়েলারি শিল্পে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা

বাংলাদেশের জুয়েলারিশিল্পে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা। তাঁরা বলেছেন, বাংলাদেশের ব্যবসায়ীরাও চাইলে দক্ষিণ আফ্রিকার জুয়েলারিশিল্পে বিনিয়োগ করতে পারেন। তাতে দুই দেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক বাড়বে।

দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে। দলটি আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্বাহী কমিটির সঙ্গে বৈঠক করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

বৈঠকে বাংলাদেশের জুয়েলারিশিল্পে বিনিয়োগ করতে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বাজুসের সহসভাপতি মাসুদুর রহমান।

এ সময় দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলের সদস্য নোকুথুলা নোকি এনডলভ বলেন, বাংলাদেশে জুয়েলারি খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। সঠিকভাবে বিনিয়োগ করা হলে বাংলাদেশের জুয়েলারিশিল্প এগিয়ে যাবে। বাংলাদেশও চাইলে দক্ষিণ আফ্রিকায় বিনিয়োগ করতে পারে।

বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্য পবন কুমার আগরওয়ালা বলেন, বাংলাদেশে হীরাখচিত অলংকারের চাহিদা দিন দিন বাড়ছে। তবে বড় আকারে কোনো ডায়মন্ড কাটিংয়ের কারখানা এ দেশে নেই। এ খাতে বিনিয়োগ করতে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী প্রতিনিধি এলিসা মাকওয়া, বাজুসের সহসভাপতি এম এ হান্নান আজাদ, মো. রিপনুল হাসান, মো. জয়নাল আবেদীন প্রমুখ।