পদ্মা সেতু উদ্বোধনের ৪৩ মাসে টোল বাবদ আয় ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ৩০ হাজার ৭৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু ২০২২ সালের ২৫ জুন চালু হয়। আজ মঙ্গলবার পর্যন্ত এই আয় হয়েছে। প্রতিদিন গড়ে ২২ হাজার যানবাহন চলাচল করে ও আড়াই কোটি টাকা টোল আদায় হয়। সেতুটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানীর সংযোগ স্থাপন করে যাতায়াতের সময় বাঁচিয়েছে, কর্মসংস্থান ও জিডিপি প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলছে।