জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা তাদের উৎপাদিত প্রথম বৈদ্যুতিক গাড়ি চীনের বাজারে বিক্রি করবে। এই সপ্তাহে তারা চীনা ক্রেতাদের কাছ থেকে গাড়ি বিক্রির অর্ডার, অর্থাৎ আদেশ নিতে শুরু করেছে। জাপানি কোম্পানিটি আগামী বছরের শুরুর দিকে আরও দুটি বৈদ্যুতিক গাড়ির মডেল বাজারে নিয়ে আসার ঘোষণাও দিয়েছে।
নতুন গাড়ি তিনটি হচ্ছে জাপানের বিশ্বখ্যাত গাড়ি প্রস্তুতকারক টয়োটার বিজেড (বিয়ন্ড জিরো) তথা ইলেকট্রিক ব্যাটারি চালিত লাইনআপের অংশ। বিশ্বে গাড়ি বিক্রির দিক থেকে টয়োটা হলো বিশ্বের বৃহত্তম অটোমেকার বা গাড়ি নির্মাতা। তারা এখন সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে বিনিয়োগ করছে।
টয়োটা গত বছরের অক্টোবরে বিজেড থ্রি বৈদ্যুতিক গাড়ি বাজারে ছাড়ার ঘোষণা দেয়। গত রোববার থেকে তারা এই গাড়ি বিক্রি শুরু করেছে। প্রথম দিনে পাঁচ হাজার গাড়ির ক্রয়াদেশ পেয়েছে। ক্রয়াদেশ পাওয়া গাড়িগুলোর সরবরাহের কাজ চলতি বছরেই শুরু হবে। চীনের রাষ্ট্রমালিকানাধীন গাড়ি নির্মাতা এফএডব্লিউর সঙ্গে যৌথ উদ্যোগে বৈদ্যুতিক গাড়ি তৈরি করছে জাপানি কোম্পানি টয়োটা। তাদের আনুষ্ঠানিক এক উইচ্যাট অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।
বিজেড (বিয়ন্ড জিরো) তথা ইলেকট্রিক ব্যাটারি একবার চার্জ করলে গাড়ি ৫০০ কিলোমিটার বা ৩১০ মাইলের বেশি চালানো যাবে। এই গাড়ির দাম হচ্ছে ১ লাখ ৬৯ হাজার ৮০০ চীনা ইউয়ান বা ২৪ হাজার ৬৪৩ মার্কিন ডলার, যা বাংলাদেশের ২৫ লাখ ৮৭ হাজার টাকা (প্রতি ডলার ১০৫ ডলার ধরে)। এর আগে গত ডিসেম্বরে অবশ্য গাড়িটির দাম ঘোষণা করা হয়েছিল ১ লাখ ৮৯ হাজার ৮০০ ইউয়ান। অর্থাৎ এখন ২০ হাজার ইউয়ান কমে বিক্রি হচ্ছে এই গাড়ি।
টয়োটা অবশ্য চীনের বাজারে অন্যান্য কোম্পানির চেয়ে তুলনামূলক কম দামে বৈদ্যুতিক গাড়ি বিক্রি করছে। যেমন দেশটিতে চীনের বিওয়াইডি কোম্পানির হ্যান সেডান গাড়ির দাম শুরু হয় ২ লাখ ৯ হাজার ইউয়ান থেকে। আবার বিশ্বের দ্বিতীয় শীর্ষ অতিধনী ইলন মাস্কের কোম্পানি টেসলার বৈদ্যুতিক গাড়ি মডেল থ্রির দাম ২ লাখ ২৯ হাজার ৯০০ ইউয়ান থেকে শুরু হয়।