
প্রাইসওয়াটারহাউসকুপারস ইন্টারন্যাশনাল লিমিটেডের (পিডব্লিউসি আইএল) গ্লোবাল বোর্ড মোহামেদ কান্দেকে চার বছরের জন্য পিডব্লিউসি বৈশ্বিক নেটওয়ার্কের চেয়ারম্যান নির্বাচিত করেছে।
পিডব্লিউসি বাংলাদেশ আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, মোহামেদ কান্দ আগামী বছরের ১ জুলাই থেকে দায়িত্ব পালন করবেন। তিনি বব মরিৎজের স্থলাভিষিক্ত হবেন। বব মরিৎজ ২০১৬ সাল থেকে পিডব্লিউসির বৈশ্বিক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, যিনি পিডব্লিউসিতে চার দশকের কর্মজীবন শেষে আগামী বছরের ৩০ জুন অবসর নেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহামেদ কান্দে ২০১১ সাল থেকে পিডব্লিউসিতে কাজ করছেন। তিনি পিডব্লিউসির গ্লোবাল লিডারশিপ টিম বা বৈশ্বিক নেতৃত্বদানকারী দলের একজন সদস্য। ২০১৯ সাল থেকে তিনি সংস্থাটির গ্লোবাল অ্যাডভাইজরি লিডার হিসেবে রয়েছেন। এ ছাড়া তিনি ইউএস কনসাল্টিং সলিউশন্সের কো-লিডার হিসেবে কাজ করেন।এর আগে মোহামেদ বিভিন্ন অঞ্চলে সংস্থার নেতৃত্ব দেন এবং বৈশ্বিক অংশীজন ও গ্রাহকদের জটিল সমস্যার সমাধানে সহায়তা করার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
৩২ বছরেরও বেশি সময়ের কর্মজীবনে মোহামেদ কান্দের বিভিন্ন শিল্প ও খাতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন সিপিএ ডিগ্রিধারী। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর এবং ফ্রান্সের ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।