সপ্তাহের চাকরির প্রশ্ন-৩৪

নেলি গণহত্যা–স্টিলথ বোমারু বিমান–ফর্দো পারমাণবিক স্থাপনা কী, জেনে নিন

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে এমসিকিউ প্রশ্ন। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন। সপ্তাহের আলোচিত জাতীয় ও আন্তর্জাতিক যেসব বিষয় চাকরির পরীক্ষায় আসার মতো, সেগুলো পরীক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো—

১. ‘নেলি গণহত্যা (The Nellie massacre)’ সংঘটিত হয় কোন দেশে?
ক. ভারত
খ. শ্রীলঙ্কা
গ. মিয়ানমার
ঘ. ইন্দোনেশিয়া
উত্তর : ক. ভারত (ভারতের আসামে বাঙালিদের ওপর সংঘটিত গণহত্যা)
২. সম্প্রতি বাংলাদেশ কোন আন্তর্জাতিক সনদে সাক্ষর করেছে?
ক. জাতিসংঘের মানব পাচার ও অভিবাসী পাচারসংক্রান্ত প্রোটোকল
খ. জাতিসংঘ শরণার্থীবিষয়ক সনদ
গ. আন্তর্জাতিক নদীর দূষণ মোকাবিলার জন্য ইসিইর সনদ
ঘ. আন্তর্জাতিক নদীবিষয়ক জাতিসংঘের ১৯৯৭ সালের সনদ
উত্তর: গ. আন্তর্জাতিক নদীর দূষণ মোকাবিলার জন্য ইসিইর সনদ
৩. মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহিনীর বৃহত্তম স্থাপনা—
ক. আল ধফরা বিমানঘাঁটি, ইউএই
খ. আল উদেইদ বিমানঘাঁটি, কাতার
গ. আলী আল-সালেম বিমানঘাঁটি, কুয়েত
ঘ. ক্যাম্প আরিফজান, কুয়েত
উত্তর: খ. আল উদেইদ বিমানঘাঁটি, কাতার
৪. বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’ চালু হয়—
ক. ২০ জুন, ২০২৫
খ. ২১ জুন, ২০২৫
গ. ২৪ জুন, ২০২৫
ঘ. ২৫ জুন, ২০২৫
উত্তর: গ. ২৪ জুন, ২০২৫
৫. ‘বিশ্ব শরণার্থী দিবস’ পালিত হয়—
ক. ১৭ জুন
খ. ২০ জুন
গ. ২১ জুন
ঘ. ২৪ জুন
উত্তর: খ. ২০ জুন

৬. ‘The Northrop B-2 Spirit’ কোন দেশের তৈরি অত্যাধুনিক স্টিলথ বোমারু বিমান?
ক. ইসরায়েল
খ. যুক্তরাষ্ট্র
গ. ফ্রান্স
ঘ. জার্মানি
উত্তর: খ. যুক্তরাষ্ট্র
৭. ফর্দো পারমাণবিক স্থাপনা ইরানের কোন প্রদেশে অবস্থিত?
ক. দক্ষিণ খোরাসান
খ. তেহরান
গ. কোম
ঘ. খুজেস্তান
উত্তর: গ. কোম
৮. সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের কয়টি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তর: গ. ৩টি (নাতাঞ্জ, ফর্দো ও ইস্পাহান)
৯. বাংলাদেশ বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় যুক্ত হওয়া নতুন রাডার—
ক. এসসিপি ০১
খ. এআরএস ৪০০ এম
গ. ইএসআর ৩২ এ
ঘ. জিএম ৪০৩ এম
উত্তর: ঘ. জিএম ৪০৩ এম
১০. ইরানের বর্তমান প্রেসিডেন্ট কে?
ক. মাসুদ পেজেশকিয়ান
খ. আয়াতুল্লাহ খামেনি
গ. ইব্রাহিম রাইসি
ঘ. হাসান রুহানি
উত্তর: ক. মাসুদ পেজেশকিয়ান

১১. ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে—
ক. ৪.৫ শতাংশ
খ. ৫ শতাংশ
গ. ৫.৫ শতাংশ
ঘ. ৬.৩ শতাংশ
উত্তর: গ. ৫.৫ শতাংশ
১২. ‘তাসনিম নিউজ এজেন্সি’ কোন দেশের সংবাদ সংস্থা?
ক. মিসর
খ. সিরিয়া
গ. পাকিস্তান
ঘ. ইরান
উত্তর: ঘ. ইরান
১৩. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)–এর বর্তমান প্রধান/ব্যবস্থাপনা পরিচালক—
ক. ক্রিস্টালিনা জর্জিয়েভা
খ. অজয় বাঙ্গা
গ. রবার্ট উইলিয়াম
ঘ. টেড্রোস আধানম ঘেব্রেয়েসু
উত্তর : ক. ক্রিস্টালিনা জর্জিয়েভা
১৪. বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোনটি?
ক. বিবিয়ানা
খ. তিতাস
গ. হরিপুর
ঘ. বাখরাবাদ
উত্তর: খ. তিতাস
১৫. বাংলাদেশের প্রথম পাতাল রেল প্রকল্প—
ক. এমআরটি লাইন-৬
খ. ঢাকা আন্ডারপাস এক্সপ্রেসওয়ে
গ. ঢাকা-জয়দেবপুর রেলওয়ে টানেল
ঘ. এমআরটি লাইন-১
উত্তর: ঘ. এমআরটি লাইন-১