Thank you for trying Sticky AMP!!

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন শিক্ষক

প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের সংশোধিত ফল প্রকাশ, উত্তীর্ণ ৪৬১৯৯

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের (৩টি পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১টি জেলা) লিখিত পরীক্ষার সংশোধিত ফল আজ রাতে প্রকাশ করা হয়েছে।
এতে ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
রাত দেড়টার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd  এ ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ প্রার্থীরা মুঠোফোনেও বার্তা পাবেন।

মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা গত ২৯ মার্চ অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন।

Also Read: সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা : মেঘনা-যমুনা সেটের প্রার্থীদের উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করছে বুয়েট

এ পরীক্ষার ফলাফল রোববার প্রকাশ করা হয়। কিন্তু প্রকাশিত ফলাফলে মেঘনা ও যমুনা সেটের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি দেখা যায়।

এ নিয়ে প্রার্থীরা অভিযোগও করেন। বিষয়টি আমলে নিয়ে উত্তরপত্র পুনরায় মূল্যায়নের কাজ শুরু করে আইআইসিটি ও বুয়েটের কারিগরি দল। এরপর রাতে মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনঃমূল্যায়ন করে সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে।

Also Read: প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ, উত্তীর্ণ ২৩০৫৭