যমুনা অয়েল কোম্পানি লিমিটেডে কর্মকর্তা নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পূর্বপ্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৫ জুলাই থেকে শুরু হবে।
* নন-টেকনিক্যাল পদের পরীক্ষা ২৫ জুলাই ২০২৫ (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। একই দিন বেলা দুইটা থেকে শুরু হবে পরের পরীক্ষা। পরের দিন ২৬ জুলাই ২০২৫ (শনিবার) সকাল ১০টা থেকে শুরু হয়ে মৌখিক পরীক্ষা চলবে সাড়ে ১২টা পর্যন্ত। একই দিনে বেলা দুইটা থেকে শুরু হবে পরের পরীক্ষা।
* টেকনিক্যাল পদে: ১ আগস্ট ২০২৫ (শুক্রবার) সকাল ১০টায় শুরু হয়ে মৌখিক পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। একই দিনে বেলা দুইটা থেকে শুরু হবে পরের পরীক্ষা। পরের দিন ২ আগস্ট ২০২৫ (শনিবার) সকাল ১০টা থেকে শুরু হয়ে মৌখিক পরীক্ষা চলবে সাড়ে দুপুর ১২টা পর্যন্ত। একই দিনে বেলা দুইটা থেকে শুরু হবে পরের পরীক্ষা।
মৌখিক পরীক্ষার স্থান: যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ঢাকার লিয়াজোঁ অফিস (বিটিএমসি ভবন-১১তম তলা, ৭-৯ কারওয়ান বাজার বা/এ, ঢাকা)।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের নিম্নলিখিত মূল কাগজপত্র এবং সেগুলোর সত্যায়িত এক সেট ফটোকপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত) সঙ্গে আনতে হবে। ফটোকপি মৌখিক পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে জমা দিতে হবে।
প্রবেশপত্র ও আবেদনপত্রের রঙিন প্রিন্টেড কপি।
সদ্য তোলা ০৩ (তিন) কপি রঙিন ছবি।
সব শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট ও মার্কশিট।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি/স্মার্ট কার্ড)।
নাগরিকত্ব সনদ।
অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।
চাকরিতে কর্মরত থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নো অবজেশন সার্টিফিকেট।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে টেলিটক কর্তৃক প্রার্থীর মুটোফোন নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
* মৌখিকের সূচি দেখুন এখানে