Thank you for trying Sticky AMP!!

জুনিয়র অডিটরের মৌখিক পরীক্ষা শুরু ২২ আগস্ট

হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের ১৬তম গ্রেডভুক্ত জুনিয়র অডিটরের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে।

গতকাল বুধবার হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের উপহিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন-২) ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্যসচিব মানিক হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুনিয়র অডিটরের ৪৫৭টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২২ আগস্ট থেকে শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা এবং বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে। এ ছাড়া মৌখিক পরীক্ষার সময়সূচি টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে খুদে বার্তায় জানিয়ে দেওয়া হবে।

Also Read: জুনিয়র অডিটরের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮৮৪ জন

এমসিকিউ ও লিখিত পরীক্ষার সময় ইস্যুকৃত প্রবেশপত্র মৌখিক পরীক্ষায় প্রদর্শন করতে হবে এবং মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে, নষ্ট হলে বা চুরি হয়ে গেলে এই ওয়েবসাইট থেকে আবার ডাউনলোড করা যাবে।