
মাসিক ম্যাগাজিন চলতি ঘটনার ৪৩তম বিসিএস প্রিলিমিনারি বিশেষ সংখ্যা বাজারে এসেছে। আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে হকারদের কাছে এবং বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাবে।
চলতি ঘটনার সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, চাকরিপ্রার্থীদের দরজা খুলেছে। আগামী ২৯ অক্টোবর ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষায় অংশ নেবেন চার লাখের বেশি প্রার্থী। বিসিএসের প্রতি তরুণদের প্রবল আগ্রহের কথা চিন্তা করে আমরা এবার ৪৩তম বিসিএস বিশেষ সংখ্যা করেছি। বিসিএস বিশেষজ্ঞদের সমন্বয়ে পাঁচটি নতুন মডেল টেস্ট দেওয়া হয়েছে। পরীক্ষার আগে এসব মডেল টেস্ট দিয়ে আপনি নিজেকে প্রস্তুত করার দারুণ এক সুযোগ পাচ্ছেন এবারের ‘চলতি ঘটনা’র মাধ্যমে। অনুশীলন করে আপনি নিজেকে ৪৩তম বিসিএসের যোগ্য প্রার্থী হিসেবে প্রমাণ করতে পারবেন। এসব মডেল টেস্ট যে কেবল বিসিএসের জন্য সাহায্য করবে, তা নয়। সব চাকরি পরীক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই কাজে লাগবে।
এবার বিসিএসের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতির মডেল টেস্টের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সামনে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার আগে নিজেকে যাচাই করে নিতে পারবেন এর মাধ্যমে। চাকরি পরীক্ষাগুলোর তারিখ দেওয়া শুরু হয়েছে। তাই প্রস্তুতিমূলক লেখাগুলো আপনাদের বিশেষ কাজে লাগবে। এ ছাড়া দেশ–বিদেশের সর্বশেষ আলোচিত ঘটনা পরীক্ষায় আসার মতো তথ্য দিয়ে সাজানো হয়েছে ‘চলতি ঘটনা’র এবারের সংখ্যা। সব মিলিয়ে সংগ্রহে রাখার মতো এবারের ‘চলতি ঘটনা’র এই বিশেষ সংখ্যা। আপনাদের সবার জন্য শুভকামনা।
*চাইলে প্রথমার মাধ্যমে অনলাইনেও অর্ডার দিতে পারবেন চলতি ঘটনা। অনলাইনে অর্ডারের জন্য এখানে ক্লিক করুন।