প্রাণিসম্পদ অধিদপ্তরের ১৬ গ্রেডভুক্ত ১৩ ক্যাটাগরির ৬৩৮টি শূন্য পদের মধ্য ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ ও ‘ক্যাশিয়ার’ পদের প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত শুক্রবার ২ মে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট www.dls.gov.bd এবং job.dls.gov.bd তে প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি পরে অধিদপ্তরের ওয়েবসাইট এবং পত্রিকার মাধ্যমে জানানো হবে। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।